ক্রিকেট

ওয়াকার ইউনুসের দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশ

নিজে ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ফাস্ট বোলার। দুরন্ত গতি, রিভার্স সুইং আর নিখুঁত ইয়র্কার দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানকে বোকা বানাতে তার জুড়ি মেলা ভার। চোট, আঘাতে বারবার ক্রিকেট ক্যারিয়ার হোঁচট খেলেও তাঁর ঝুলিতে আছে ৩৭৬টি টেস্ট উইকেট আর একদিনের ক্রিকেটের ৪১৬টি উইকেট। সেই ওয়াকার ইউনুস এবার বেছে নিয়েছেন সর্বকালের সেরা ক্রিকেট দল। দলটির অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের বাহুতে। তার এই একাদশে আর কারা আছেন দেখে নিন-

তালিকার শুরুতেই আছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তী অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের ধারেকাছে আজও কোনও ব্যাটসম্যান পৌঁছতে পারেননি। ৯৯.৯৪ গড় সহ টেস্টে ৬,৯৯৬ রান করেছিলেন ব্র্যাডম্যান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৩৪।

ওয়াকারের স্বপ্নের দলে ব্র্যাডম্যানের সাথে ইনিংস ওপেন করবেন আরেক অস্ট্রেলীয় ম্যাথু হেইডেন। খুব কম সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার হয়ে উঠেছিলেন ‘হেডোস’। টেস্টে হেডেনের মোট রান ৮,৬২৫। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৮০। একদিনের ক্রিকেটে ২০০৩ আর ২০০৭, দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হেডেন।

তিন নম্বর ওয়াকার রেখেছেন বিশ্ব ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারাকে। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪০১। টেস্ট ক্রিকেটে লারার মোট রান ১১,৯১২। চার নম্বরে আছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। টেস্টে ১৫,৯২১ রান আর একদিনের ক্রিকেটে ১৮,৪২৬ রান আছে তাঁর সংগ্রহে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৪৮। একদিনের ক্রিকেটে মোট ছ’টি বিশ্বকাপ খেলেছেন শচীন। ভারত থেকে একমাত্র শচীনই জায়গা পেয়েছেন ওয়াকারের সেরা একাদশে।

পাঁচ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৯১। টেস্ট ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ছিয়াশির ওপর। টেস্টে তাঁর সংগ্রহে আছে ৮,৫৪০ রান।

ছয় নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স। টেস্টে ৮,০৩২ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ২৩৫ টি টেস্ট উইকেট। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৬৫।

ওয়াকারের সেরা একাদশে সাত নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। দুরন্ত উইকেটকিপিং-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে ‘গিলি’-র সংগ্রহে আছে ৫,৫৭০ রান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৩।

আট নম্বরে ‘কিং খান’। ওয়াকারের এক সময়ের বোলিং পার্টনার, অধিনায়ক। এই দলের অধিনায়ক হিসেবেও ইমরানকেই রাখছেন তিনি। টেস্টে ৩,৮০৭ রানের পাশাপাশি ৩৬২ উইকেট আছে তাঁর ঝুলিতে। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর অধিনায়কত্ব।

নয় নম্বরে ওয়াকার রাখছেন তাঁর বোলিং জুটি ওয়াসিম আক্রমকে। তাঁর সুইং বোলিং-র দাপটে ত্রস্ত হতেন সেরা ব্যাটসম্যানরাও। দুরন্ত বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ঝলসে উঠতো তাঁর ব্যাটও। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৫৭।

দশ নম্বরে ওয়াকার রাখছেন আরেক অস্ট্রেলীয় শেন ওয়ার্নকে। তর্কাতীত ভাবে এখনও পর্যন্ত সর্বকালের সেরা লেগ স্পিনার। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৮/৭১।

এগারো নম্বরে ফের আরেক অস্ট্রেলীয় গ্লেন ম্যাকগ্রা। তাঁকে অনেকে ডাকেন ‘পিজিয়ন’ নামে। নিঁখুত বোলিং-র জন্য বিখ্যাত ম্যাকগ্রা-র ঝুলিতে আছে ৫৬৩ টেস্ট উইকেট। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে ৮/৩৮। সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ