২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

অ্যান্থনি কেনেডির অবসর, সুপ্রিম কোর্টকে কবজায় নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ‍বিচারপতি
আগামী ৩১ জুলাই অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি - ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি অবসরের ঘোষণা দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে রিপাবলিকান বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার সুযোগ পেলেন। বিবিসি

বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম জানায় যে, রক্ষণশীল রিপাবলিকানরা বিভিন্ন সময় লিবারেল ডেমোক্র্যাটদের নানা বিষয়ে কোণঠাসা করতে পেরেছে। এর মধ্যে সমকামী বিয়ে, গর্ভপাত অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে।

বিচারপতি কেনেডি প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে বলেন, সর্বোচ্চ আদালতে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ।

৮১ বছর বয়সী বিচারপতি কেনেডি আগামী ৩১ জুলাই অবসর নিতে যাচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেন। সুপ্রিম কোর্টে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক বিচারপতি।

যুক্তরাষ্ট্রের মানুষের জীবনে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কিত আইন, কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে বিবাদ ইত্যাদি বিষয়ে সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন। এ ছাড়া কারো মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, তারও চূড়ান্ত সিদ্ধান্ত আসে আদালত থেকে।

 


আরো সংবাদ



premium cement