২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিবন্ধন শুরু হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের

-

২০১৬ সালের শেষ দিক থেকে রাইড শেয়ারিংয়ের সাথে পরিচিত হয় রাজধানীবাসী। শুরুর দিকে সেবাটি অবৈধ বলে ঘোষণা দেয় বিআরটিএ। পরে রাইড শেয়ারিংয়ের জনপ্রিয়তার কারণে আগের অবস্থান থেকে সরে এসে নীতিমালা করার উদ্যোগ নেয়া হয়। ২০১৮ সালের মার্চ থেকে নীতিমালাটি কার্যকর করার কথা ছিল। নীতিমালা অনুযায়ী, রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট পরিমাণ ফির মাধ্যমে বিআরটিএ থেকে নিবন্ধন নিতে হবে। পাশাপাশি এর সাথে জড়িত যানবাহনগুলোরও নিবন্ধন সনদ থাকতে হবে। কিন্তু এ ব্যাপারে কোনো পক্ষেরই যথেষ্ট প্রস্তুতি না থাকায় নীতিমালাটি আর কার্যকর হয়নি। তবে ১৬টি প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করেছিল। অবশেষে রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ জুলাই থেকে নিবন্ধন দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বৃহস্পতিবার বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, আবেদন করা প্রতিষ্ঠানগুলোর কোনোটিই নীতিমালার সব শর্ত পূরণ করতে পারেনি। এ জন্য কোনো প্রতিষ্ঠানকেই এখনো নিবন্ধন দেয়া হয়নি। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি এ খাতকে শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। এমন অবস্থায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা অনুযায়ী, রাইড শেয়ারিং অ্যাপ থেকে ‘ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইনে (৯৯৯)’ কল করার ব্যবস্থা রাখাসাপেক্ষে আগামী ১ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করতে বলা হয়। রাইড শেয়ারিং অ্যাপ থেকে ‘ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইনে’ কল করার বিষয়টি রাইড শেয়ারিং নীতিমালাতেও উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপ থেকে ৯৯৯ এ যোগাযোগ করার বিষয়টি পুলিশের সাথে জড়িত। তাই তাদের অগ্রগতি জানতে গত বৃহস্পতিবার সভা করা হয়েছে। সভায় পুলিশ সদর দফতর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাইড শেয়ারিং অ্যাপের সাথে ৯৯৯ যুক্ত করার সাথে কারিগরি বেশ কিছু বিষয় জড়িত আছে, এ জন্য কিছু যন্ত্রপাতিও কিনতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১ জুলাই থেকে রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন দেয়ার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে পুলিশের কাজ শেষ হলে অ্যাপের সাথে ৯৯৯ যুক্ত করা হবে। তবে এ সভায় রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত কোনো প্রতিষ্ঠানকে ডাকা হয়নি।


আরো সংবাদ



premium cement