২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাজধানী জুড়ে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাস

-

ধুলা, দূষণ আর কংক্রিটের নগরীতে কৃষ্ণচূড়া এনেছে লাবণ্যের স্পর্শ। দাবদাহে যানজটে নাকাল রাজধানী বাসীর মনে কিছুটা হলেও প্রশান্তি বয়ে এনছে। চন্দ্রিমা উদ্যান এলাকার ক্রিসেন্ট লেক এলাকায়। লাশ, শিমুল আর মাদারের বসন্ত শেষ। তপ্ত গ্রীষ্মে এই ধূসর নগরের ভাঁজে ভাঁজে এখন ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। অবিতর্কিতভাবেই বসন্ত ঋতুরাজ। তবে অনেকের চোখে গ্রীষ্ম হচ্ছে পুষ্প উৎসবের ঋতু। যে উৎসবে রাজপথের দুই ধারে শামিল মনোহর জারুল আর স্বর্ণাভ সোনালু। তবে দূরভেদী কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে ফিকে হয়ে গেছে সব রং।
ঢাকার পার্কে-পথে আগুনঝরা এই ফুল নিয়ে নগরবাসীর আহ্লাদের সীমা নেই। সংসদ ভবনের ক্রিসেন্ট লেকসংলগ্ন সড়কটি এখন কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পথের দুই ধারে ছাতার মতো মেলে থাকা গাছগুলোর ডালপালাজুড়ে অগুনতি ফুলের অবারিত উচ্ছ্বাস।
চন্দ্রিমা উদ্যানসহ গোটা শেরেবাংলা নগরেও এখানে-ওখানে কৃষ্ণচূড়ার আধিক্য চোখে পড়ার মতো। ছুটির দিন কিংবা একটু অবসরে অনেকে ছুটে যাচ্ছেন সেখানে। অনেকের ফেসবুকের দেয়াল ভরে উঠছে গাছতলা ছেয়ে থাকা ঝরা ফুল আর কচি সবুজ পাতার ঐশ্বর্যে। বিমানবন্দর সড়ক, সাতমসজিদ সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রমনা উদ্যান, মিন্টো রোড কিংবা সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকার প্রায় সব এলাকায় ডানে-বাঁয়ে তাকালে কৃষ্ণচূড়া চোখে পড়বেই। আর হলুদ কৃষ্ণচূড়া দেখা যাবে হেয়ার রোড, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক ও ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের ভেতরে।


আরো সংবাদ



premium cement