২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষা এবং স্বপ্নবিষয়ক সেমিনার

-

সম্প্রতি লাইটফেয়ার স্কুল এবং অস্ট্রেলিয়ান এডুকেশন কনসালট্যান্টের (অস-বান) যৌথ আয়োজনে ‘শিক্ষা এবং স্বপ্ন’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে লাইটফেয়ার স্কুল অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইউএনডিপির সাবেক প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাডভাইজর হামিদুল হক খান ছাত্রছাত্রীদের সঠিকভাবে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন।
এছাড়া লাইটফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুল কাদির জুয়েল ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ভালোভাবে পড়ালেখা করতে হবে।
এছাড়া অস-বানের কান্ট্রি ম্যানেজার আহসান হাবীব তালহা অস্ট্রেলিয়ায় অধ্যয়ন সম্পর্কিত তথ্য এবং আইইএলটিএস ছাড়া অস্ট্রেলিয়া কলেজে ভর্তির ব্যাপারে দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া আরো বক্তব্য রাখেন পিএইচডি স্কলার ইমশিয়াত শরিফ এবং অস-বানের চেয়্যারম্যান গোলাম কুদ্দুস মোল্লা এবং মেলবোর্ন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান এডমিন অফিসার মিজানুর রহমান।

 


আরো সংবাদ



premium cement