২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

-

রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই পারাপার হচ্ছে। এতে প্রতিদিনই মৃত্যুর ঘটনাসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পথচারীদের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলেও অনেক মানুষ এখনো ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে। লক্ষ করা যাচ্ছে, ফুটওভার ব্রিজ থেকে মাত্র ১০০ গজ দূরেও পথচারীরা ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে। অনেক সময় লক্ষ করা যায়, কোনো কোনো পথচারী এক-দুই বছরের শিশুদেরও সাথে করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এ ধরনের সমস্যার সমাধানে জনগণকে সচেতন করার জন্য নানামুখী পদক্ষেপ নিলেও কাজে আসছে না। কারণ কোনো কোনো ফুটওভার ব্রিজে ময়লা-আবর্জনা জমে থাকে। এ ছাড়া কোনো কোনো ফুটওভার ব্রিজে ছিন্নমূল মানুষদের পাশাপাশি ফেরিওয়ালাদের উৎপাত লক্ষ করা যায়। এসব কারণেও পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহ হারান। কোনো কোনো ফুটওভার ব্রিজ রাতের নেশাখোরদের আস্তানায় পরিণত হয়।
মহাখালী ফ্লাইওভারের নিচের সড়কে তখনো সিগন্যাল পড়েনি। বনানী থেকে ধেয়ে আসছিল বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়ি। এরই মধ্যে কয়েকজন পথচারী দৌড়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ যাত্রায় কোনো দুর্ঘটনা না ঘটলেও এভাবেই কিন্তু ঘটে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। সিগন্যাল ছাড়া এভাবে রাস্তা পারাপারের কারণ জানতে চাইলে এক ব্যক্তি বলেন, আজ হাতে অনেক কাজ। ব্যাংকে টাকা জমা দিয়ে মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তাই এভাবে রাস্তা পার হলাম। সবাই তো এভাবে পার হচ্ছিল। ওদের দেখাদেখি আমিও রাস্তা পার হলাম।


আরো সংবাদ



premium cement