১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গুলশানে কমিক ব্রাঞ্চ

-

গুলশানের হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনের ইটারি রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে। শিশুদের জন্য একটু ভিন্নধর্মী আয়োজন থাকায় এর নাম রাখা হয়েছে কমিক ব্রাঞ্চ। কংক্রিটের এ নগরে খাবারের পাশাপাশি বাড়তি পাওনা শিশুদের জন্য বিনোদন। এ রেস্তোরাঁয় শুক্র ও শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বুফে আয়োজন থাকে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, বুফের পাশাপাশি শিশুদের জন্য বিনোদন এবং অন্যদের জন্য পুলে সাঁতারের সুযোগ আছে। সাপ্তাহিক ছুটিতে মানুষ একটু দেরিতে দিন শুরু করে। তাই বুফেতে সকালের নাশতা ও দুপুরের খাবারের নানা মুখরোচক পদের সমন্বয় থাকে। রেস্তোরাঁর বেশির ভাগ খাবার পরিবেশনে বিভিন্ন ধরনের কার্টুনের অবয়ব রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে স্পাইডারম্যান, ব্যাটম্যান ও হাল্কের মতো চরিত্র। এখানে খেতে প্রতিজনকে খরচ হবে প্রায় তিন হাজার টাকা। তবে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুরা বিনা মূল্যে খাবার খেতে পারবে। আর ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য খাবারের দাম অর্ধেক রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement