২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় জাদুঘরে চলছে ব্যতিক্রমী প্রদর্শনী

-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ছিল গত ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে ৭১টি চিত্রকর্ম এঁকেছিলেন শিল্পীরা। রঙ আর রেখায় বহুমাত্রিক অভিব্যক্তিতে শিল্পীদের চিত্রপটে উঠে এসেছেন তিনি। কখনো শৈশব-কৈশোরের চপলতা; কখনো আবার ইস্পাতদৃঢ় প্রধানমন্ত্রী হিসেবে। বিভিন্ন ছবিতে তার সঙ্গী হয়েছেন তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসব চিত্রকর্ম আর সূচিশিল্প নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরে চলছে প্রদর্শনী। জাদুঘরের নিচতলার নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনালয়ে শোভা পাচ্ছে চিত্রকর্মগুলো। তৃতীয়তলার লবির দেয়ালে ঝুলছে সূচিশিল্পগুলো। ৭১টি চিত্রকর্মের সাথে তার শতায়ু কামনা করে ১০১টি সূচিশিল্পের সম্মিলনে সাজানো প্রদর্শনীটির আয়োজক হাসুমণির পাঠশালা। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
গত শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব মো: শওকত নবী। সভাপতিত্ব করেন হাসুমণি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি। সপ্তাহব্যাপী প্রদর্শনীটি শেষ হবে আগামী ১৮ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

 


আরো সংবাদ



premium cement