২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওজনে চুরি ঠেকাতে আসছে ‘ওজন বন্ধু’ সেবা

-

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারে ওজনে কম দেয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে। এজন্য প্রতিটি কাঁচাবাজারে ‘ওজন বন্ধু’ সেবা চালু করতে যাচ্ছে তারা। মূলত বাজারে একটি উন্নতমানের ডিজিটাল ওজন মাপা যন্ত্র থাকবে, এ যন্ত্র দিয়ে ক্রেতারা নিজেরাই কেনা পণ্যের ওজন যাচাই করে নিতে পারবেন।
ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায়, পরে পর্যায়ক্রমে অন্য এলাকার বাজারগুলোয় এ সেবা চালু করতে চায় অধিদফতর।
প্রথমে রাজধানীর ১০টি বাজারে এ সেবা চালু করলেও ভবিষ্যতে দেশের প্রত্যেকটি কাঁচাবাজারে এই সেবা চালু করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানিয়েছেন, ভোক্তাদের কথা মাথায় রেখে এ সেবা চালু করতে যাচ্ছে অধিদফতর। প্রথম পর্যায়ে রাজধানীর ১০টি বড় বাজারে ‘ওজন বন্ধু’ নামে ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্র বাজারের প্রবেশমুখে বসানো হবে। বাজার কমিটির সাথে এ সেবা পরিচালনা করবে সরকার। শুরুর দিকে অধিদফতরের জনবল দিয়ে কার্যক্রম চালানো হবে। পরে তা বাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 


আরো সংবাদ



premium cement