২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইয়েমেনে হাউছিদের হামলায় ২৫ সৈন্য নিহত

-

ইয়েমেনের এডেন বন্দরে শিয়া হাউছি বিদ্রোহীদের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এডেন ভিত্তিক সরকারের সামরিক বাহিনীর একটি কুচাকাওয়াজে দুই দফা হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনালের পদমর্যাদার এক কর্মকর্তাও রয়েছেন।

এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার কুচকাওয়াজ চলার সময় দুই দফা হামলা চালায় হাউছিরা। অন্যদিকে হাউছিদের মুখপাত্র জানিয়েছেন, একটি ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই কুচকাওয়াজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
একই দিন সকালে পৃথক এক হামলায় ৩ সেনা নিহত হয়েছে।

২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। সে বছর ইরান সমর্থিত শিয়া হাউছি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখল করে নেয়। যদিও আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে এডেন ভিত্তিক সরকারকে।
এরপর সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ মিলে হাউছিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও তাদের কাছ থেকে সানা মুক্ত করতে পারেনি।


আরো সংবাদ



premium cement