২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিসরে ট্রেনে আগুন : নিহত ২৫

-

মিসরে ট্রেনের বগি ভেঙে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক হয়েছে। বুধবার মিসরের রাজধানী কায়রো ট্রেন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা।

মিসরের জাতীয় রেল কর্তৃপক্ষ নিহত ও আহতেদের সত্যতা নিশ্চিত করে জানায়, ট্রেনের বগি ভেঙ্গে যাওয়ার পর কংক্রিটের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ট্রেন স্টেশন থেকে ধোঁয়া উড়ছে।  এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ‘ট্রেনটি রেললাইনের ইস্পাতের একটি পাতের সঙ্গে ধাক্কা খায় এবং তাৎক্ষণিক ভয়ানকভাবে আগুন ধরে যায়। আমি অন্তত নয়টি লাশ দেখেছি।’

আরেক প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হুসেন বলেন, ‘একব্যক্তি প্ল্যাটফর্মে ঢুকে চিৎকার করছে, সেখানে কোন ব্রেক নেই! সেখানে কোন ব্রেক নেই! আমি জানিন, কেন সে এমন করেছে।’

আবার কিছু স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন, ‘ট্রেনের ইঞ্জিন থেকেই মূলত ট্রেনে আগুন ধরে এবং সেখান থেকে আগুন বাহিরে ছড়িয়ে পড়ে।’

স্থানীয়রা বলছেন, এটি মিসরের প্রাচীনতম রেল স্টেশনগুলোর মধ্যে একটি। এর সংস্কার প্রয়োজন। না হলে, আরো দুর্ঘটনা ঘটার হুমকি রয়েছে।

মিসরীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে যে, দেশে দীর্ঘস্থায়ী সড়ক সমস্যা মোকাবেলা করতে সরকার ব্যর্থ হয়েছে। ভালোভাবে রেল লাইনের সংস্কার হয় না।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল