২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচন : ফল বাতিল চেয়ে আদালতের দ্বারস্থ প্রতিদ্বন্দ্বী ফায়ুলু

-

ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় হওয়া মার্টিন ফায়ুলু ফল প্রত্যাখ্যান করে এটি বাতিল করতে সাংবিধানিক আদালতে আবেদন করেছেন।

তার আইনজীবী ফেলি একোমবি শনিবার আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, তারা ফিলিক্স শিসেকেদির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে যে ফল ঘোষণা করা হয়েছে তা বাতিল চান।

ফায়ুলুর নির্বাচনী ক্যাম্পের অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সাথে শিসেকেদির একটি গোপন সমঝোতা হয়েছে।

ফায়ুলু তার সমর্থকদের সামনে বলেছেন, ‘আপনারা (সরকার) দরজা বন্ধ করে ফলাফল তৈরি করতে পারেন না’।

‘আমি আশা করছি সাংবিধানিক আদালত নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনার আদেশ দেবেন,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘তারা মিথ্যা, জালিয়াত। সত্যের সাথে তারা পারবে না। ব্যালট পেপার পুনর্গণনা করা হলে সে সত্য বেরিয়ে আসবে।’

দেশটির জনসংখ্যার উপর ব্যাপক প্রভাব রাখা ক্যাথলিক চার্চও এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। তাদের ৪০ হাজার পরিদর্শক এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

এদিকে নির্বাচনের পর দেশটিতে সহিংসতা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে শুক্রবার প্রায় ৮০ লাখ লোক বিক্ষোভ দেখিয়েছে।

গত ৩০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সমর্থিত প্রার্থী তৃতীয় হয়েছে।


আরো সংবাদ



premium cement