১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হবে যেসব অপরাধে

-

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ কর্তৃক প্রদত্ত যেকোন ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট বরাদ্দ থাকবে। সদ্য কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহণ আইনে বিভিন্ন অপরাধে চালকদের পয়েন্ট কাটা হবে। বরাদ্দকৃত পয়েন্ট কাটা গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত বিধি দ্বারা নির্ধারিত হবে।

যেসব অপরাধে পয়েন্ট কাটা হবে-

ক) ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে মোটরযান চালালে।

খ) পথচারী পারাপারের নির্দিষ্টকৃত স্থানে বা এর কাছে বা ওভারটেকিং নিষিদ্ধ এমন কোন স্থানে ওভারটেক করলে।

গ) লিংক রোড থেকে আসা মোটরযান না থামিয়ে সরাসরি প্রধান সড়কে প্রবেশ করালে।

ঘ) যানবাহন চলাচলের সময় সড়কে নির্দেশিত গতিসীমা লঙ্ঘন করলে।

ঙ) ইচ্ছাকৃতভাবে পথ আটকে বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযানের চলাচলে বাধা সৃষ্টি করলে।

চ) একমুখি সড়কে উল্টোপথে মোটরযান চালালে।

ছ) বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান চালনা ও ওজনসীমা লঙ্ঘন করলে।

জ) মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালনা এবং

ঝ) বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয় লঙ্ঘন করলে।

সূত্র : ডিএমপি নিউজ


আরো সংবাদ



premium cement