১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নতুন পিএস পেলেন মন্ত্রিসভার সদস্যরা

-

নতুন নিয়োগ প্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীর প্রত্যেকের জন্য একজন করে পিএস নিয়োগ দেয়া হয়েছে, যাদের প্রায় সবাই উপসচিব পদমর্যাদার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা যত দিন ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন এসব সচিবেরা দায়িত্বে থাকবেন।

সাধারণত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী তাদের পিএস নিয়োগ দেয় সরকার। তবে এবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই পিএস ঠিক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement