২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্বস্তিদায়ক ঈদযাত্রার বাণী শোনালেন কাদের 

শুক্রবার রাজধানীর কমালাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে একটি ট্রেন - নয়া দিগন্ত

প্রতিবার ঈদের আগে মন্ত্রীদের কাছ থেকে বাড়ি যাওয়া নিয়ে যে আশার বাণী শোনা যায় এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার এই স্বস্থির বাণী দিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নতুন সেতু উদ্বোধন এবং সড়কে খোঁড়াখুঁড়ি ‘বন্ধ করায়’ এবার ঈদের সড়কে মানুষের ভোগান্তি গতবারের কম হবে। 

ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘এবারের ঈদে প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্ভোধন করার পর ঢাকা-টাঙ্গাইল-এলেঙ্গা এবার স্বস্তিদায়ক হবে, সহনীয় হবে ভোগান্তি।’ সেতু মন্ত্রী বলেন, ‘আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী রেল ওভারপাস… গত ঈদে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটাও এবার খুলে দেওয়া হয়েছে।’

ঢাকা-টাঙ্গাইল পথে  ‘অন্যান্য সমস্যাও’ সমাধান করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সব মিলিয়ে গত ঈদের চেয়ে এবারে ঈদ স্বস্তিদায়ক হবে।’

মহাখালীতে যাত্রীদের সাথে কথা বলে এবার ‘অভিযোগ কম পাওয়া যাচ্ছে’ বলেও দাবি করেন কাদের।

তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি বেশি ভাড়া নিচ্ছে। সাথে সাথে জিজ্ঞাসা করেছি কোন কাউন্টার? সে বললো, সিরাজগঞ্জের স্টারলাইন। সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি। এছাড়া আর কোনও অভিযোগ আসেনি।’

কোরবানির পশুবাহী যানবাহন যথাযথ জায়গায় রাখার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “পশুবাহী গাড়িগুলো যথাযথভাবে রাখলে এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামালে আর কোথাও কোনও সমস্যা থাকবে না। আপনারা পশুবাহী গাড়িগুলো যথাযথ স্থানে রাখবেন।”

‘আবারও চক্রান্তে বিএনপি’

দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সূত্র ধরে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের শান্তিময় পরিবেশকে ‘ভয়ঙ্কর রূপ’ দিতে বিএনপি এবং তাদের সহযোগীরা ‘উঠে পড়ে লেগেছে’।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘১/১১’র মত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চক্রান্তটা কিন্তু বিএনপি করছে, মিডিয়ার একটি অংশ তাদের সহযোগিতা করছে। ১/১১ এর কুশিলবদের সঙ্গে মিডিয়ার একটি অংশ ছিল তাদের সহযোগী। এখনও একই ষড়যন্ত্র সেই বিএনপিই করে যাচ্ছে।…’

জনগণ সরকারের উপর ‘খুশি’ মন্তব্য করে কাদের বলেন, ‘দেশের মানুষ, আমাদের সরকারে উপর খুশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর খুশি, আমাদের উন্নয়ন অর্জনে জনগণ খুশি।’

‘আমরা জানি জনগণ উন্নয়নের দিকে রায় দিবে, মুক্তিযুদ্ধের পক্ষে আবারও রায় দিবে। মুক্তিযুদ্ধের প্রতি বিএনপি এবং তাদের দোসররা হুমকি সৃষ্টি করছে।’

‘মোটামুটি স্বস্তিদায়ক‘ নির্বাচন পরিচালনার মত ‘শান্তিময়’ পরিবেশ দেশে বিরাজ করছে মন্তব্য করে কাদের বলেন, ‘এই শান্তিময় পরিবেশটাকে ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য বিএনপি এবং তাদের দোসররা উঠে পড়ে লেগেছে।’

নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ আছে কি না- এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। যখন আসার সুযোগ ছিল তখনও তারা আসেনি। তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অফার করা হয়েছিল, কিন্তু তারা আসেনি।’

‘এবার তারা পার্লামেন্টে উপস্থিত নেই। … এবার তাদেরকে ডাকতে হবে এমন কোনও চিন্তা নেই। টেকনোক্র্যাট দল থেকে কেন নেব? বাইরে থেকেও তো নেওয়া যেতে পারে।’

‘সরকার যে পদ্ধতিতে নির্বাচনে যেতে চাইছে, সেই পদ্ধতিতে বিএনপি নির্বাচনে অংশ না নিলে রাজনীতির ভবিষ্যত কী- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘পদ্ধতিটা আমাদের সংবিধানের। পদ্ধতিটা বাংলাদেশের সংবিধানই নির্ধারণ করে দিয়েছে নির্বাচনটা কীভাবে হবে। আর সংবিধানের এই দায়িত্বটা থাকবে নির্বাচন কমিশনের উপর।’

‘সাংবিধানিকভাবে নির্বাচন পরিচালনার যাবতীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সব প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে।’

আরো পড়ুন : বিএনপি এক-এগারোর পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে : ওবায়দুল কাদের
নয়া দিগন্ত অনলাইন (১৭ আগস্ট ২০১৮, ১৫:৫৭)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ‘চক্রান্ত’ করছে।তার দাবি গণমাধ্যমের একটি অংশ বিএনপিকে এই ‘চক্রান্তে’ সহযোগিতা করছে।

আজ শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এক-এগারোর কুশীলবদের সঙ্গে এখন গণমাধ্যমের একটি অংশ বিএনপিকে সহযোগিতা করছে। দেশের মানুষ উন্নয়ন অর্জনে শেখ হাসিনার ওপর খুশি। জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারও রায় দেবে বাংলার জনগণ। কেননা বিএনপি এবং তাদের দোসররা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আবারও হুমকি সৃষ্টি করছে।


নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই। যখন বিএনপির আসার সুযোগ ছিল, তখন তাঁরা আসেননি। তখন বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি সেটি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।’ তিনি জানান, আবার বিএনপিকে ডাকতে হবে, এমন কোনো চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে দাবি করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন। এবারের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতবার ফেনী রেল ওভারপাসের কারণে যে সমস্যাটি হয়েছিল, এবার ঈদে ‘ঈদ উপহার’ হিসেবে এটিকে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের কারণে সিরাজগঞ্জের একটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

 


আরো সংবাদ



premium cement

সকল