২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ছেলেবেলা

-

আমি যখন ক্লাস টুতে পড়তাম, তখন আমার স্কুলের দোতলায় যেতে ভীষণ ভয় করত। বাবা গিয়ে দিয়ে আসত। যদিও কাজটি করার দায়িত্ব মায়ের, কিন্তু দায়িত্বটি পালন করত বাবা। বাবার অফিস ছিল ভোর ৫টায়। আমার স্কুল সকাল ৮টায়। বাবার অফিসের জন্য আমাকেও ভোরে উঠতে হতো। বাবার সাথে ভোরের ঠাণ্ডা বাতাসে অফিসের গেটে বসে থাকতাম। নিশ্চুপ একটা শহর। কোনো শোরগোল নেই। আমি বাবার পাশে চুপটি মেরে বসে থাকতাম, বাবার সাথের সহকর্মীরা আমাকে এটা-সেটা জিজ্ঞেস করে দুষ্টুমি করত আর বাবা আমার বোকা হয়ে যাওয়া চেহারা দেখে মিটিমিটি হেসে আনন্দ পেত। আবার কোনো কোনো দিন বাবা ও আমি নিঃশব্দে বসেও থাকতাম। একদিন বাবার গাড়িতেই বসে রইলাম। আমি বললাম, বাবা বের হবে না? বাবা বলল, না মা ভালো লাগছে না। দু’জন নিঃশব্দে বসে রইলাম গাড়িতে। বেশির ভাগ সময়ই বাবা আর আমি সবার আগে গিয়ে হাজির থাকতাম। কতক্ষণ হাঁটতাম, কতক্ষণ বসতাম। আমি বসে থাকতেই বেশি ভালোবাসতাম। কিন্তু বাবা বলত, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। চলো হাঁটি। বাবা-মেয়ে মিলে হাঁটা ধরতাম। সার্কেলের মতো একবার পুরো অফিসটির চারপাশ হাঁটতাম। এসে দেখতাম গেট খুলে গেছে। তাড়াহুড়া করে বাবা কার্ড পাঞ্চ করত, তারপর আমাকে স্কুলে দিয়ে আসত। বাবার দেরি হয়ে যেত খুব। তারপরও বাবা দোতলায় উঠে আমার বসার জায়গা গুছিয়ে দিত। আমি যদি বলতামÑ বাবা, এই টেবিলটা ভালো লাগছে না। বাবা বিরক্ত হতো না। পেছন সারি থেকে টেবিল এনে বদল করে দিত। একবার এক ভয়াবহ অবস্থা। এক আন্টি বাবাকে দেখে ফেলেছে। অবস্থা ভয়াবহ এ জন্য যে মেয়েদের স্কুলে মহিলা ছাড়া কোনো পুরুষ অ্যালাও নয়। বাবা তো দিলো জিহ্বায় কামড়। বললÑ মারে; মহিলা তো দেখে ফেলল আমাকে, এখন তো প্রিন্সিপালের কাছে নালিশ দেবে যে, আমি স্কুলে ঢুকে দোতলা পর্যন্ত যাই। আমি বললাম, বাবা এত ভয় পাচ্ছ কেন... প্রিন্সিপাল স্যার না তোমার বন্ধু? বাবা বলল, তা-ও ঠিক। কিন্তু স্কুলের কিছু নিয়ম-কানুন আছে তো, তাই না। কয়েক দিন পর দেখা গেল, ঠিকই মহিলা নালিশ করেছে। বাবাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়েছে। অবশ্য কিছু হয়নি। প্রিন্সিপাল বাবাকে দেখে অবাক। হেসে বললেনÑ আপনিই তাহলে সেই লোক, মেয়েকে দোতলা পর্যন্ত দিয়ে আসেন। অবশেষে প্রিন্সিপাল স্যার বাবাকে অনুমতি দিলেন। এরপর থেকে প্রতিদিন সেই আন্টি বাবাকে দোতলায় উঠতে দেখেন। মহিলা অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমি মিটিমিটি হাসি। আর বাবার হাত ধরে ক্লাসে যাই।
সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে গেছি। আর বাবার অফিসেও যাওয়া হয় না। বাবার সাথে বসে অফিসের গেট খোলার অপেক্ষাও করা হয় না। আজ বাবাকে ছাড়াই কলেজে যাই। বাবাকে ছাড়াই রাত করে বাসায় ফিরি। এখন আর আগের মতো ভয় হয় না। কিন্তু যখন গভীর রাত হয়, হঠাৎ মাথায় এক চিন্তা এসে নাড়া দেয়, ভয় হয় বাবাকে ছাড়া একলা চলার।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য

সকল