১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

আজো তোমায় ভালোবাসি...!

-

বসন্তকাল। ঝিরি ঝিরি বাতাসের কাল। কোকিলের কুহুতান। আচানক আবার মেঘেদের আনাগোনা। নতুন পল্লবের মুখে মুখে হাসি। যেন এক নতুন আবেগে মিলনগাঁথা। জীবনের কী মূল্য আছে? যদি বসন্ত নাহি আসে! নিলা তুমিই আমার জীবনের বসন্ত ছিলে। নিলা আজো তোমায় ভালোবাসি।
বিশাল ঝিল। নির্মল বাতাসে খেলা করে শান্ত জলরাশি। ঝিলের ধারে অনেক পাখি থাকায় মুখরিত পরিবেশ। ঝিল যেন এক নতুন রূপে সেজে থাকে। হেঁসে উঠে নতুন প্রাণ। শূন্যতা উবে যায়। জীবনের কী মূল্য আছে? যদি তা নতুনভাবে না সাজে? নিলা তুমিই আমার জীবনের নবরূপ ছিলে! নিলা আজো তোমায় ভালোবাসি!
রাতের বিশাল আকাশ। তারাও অনেক। তবুও যেন শূন্যতা মনে হয় যদি চাঁদটা না থাকে। জীবনটাও এমন। এই চাঁদের হাসি। আবার চাঁদবিহীন তারার মেলা। আবার অমাবশ্যা সরে গিয়ে চাঁদের আলো। জীবনের কী মূল্য আছে? যদি মায়ার আলো না ছড়ায়? নিলা তুমিই আমার জীবনের আলোকিত শশী ছিলে। নিলা আজো তোমায় ভালোবাসি।
একসময় তুমি ছিলে, আমার জীবনে বসন্ত ছিল। জীবনে মুখরিত ছন্দ ছিল। আমার আকাশে চাঁদ মায়ার আলোয় ভরে গিয়েছিল। আজ তুমি দূর আকাশের তারা হয়ে দূরে চলে গেলে। হাজার তারা, লাখো তারার মাঝে আজো তোমায় খুঁজে ফিরি। নিলা আজো তোমায় ভালোবাসি!
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী


আরো সংবাদ



premium cement