২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুখবর : চারাগল্প

-

ন্যাশনাল পার্কে এসে আরিফের অপেক্ষায় বসে আছে জুলি। আরিফ তাকে এখানে আসতে বলেছে এবং কী একটা সুখবর জানাবে বলে কথা দিয়েছে। আরিফ কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আচ্ছা আরিফের সুখবরটা কী হতে পারে! বিয়ে সংক্রান্ত, মানে কোর্ট ম্যারেজ? না, কোর্ট ম্যারেজ হলে রাজি নয় সে। আরিফের বাবা-মা কখনো সে বিয়ে মেনে না নিলে এ সম্পর্কের ভবিষ্যৎ কী! ভাবছে জুলি।
আরিফ এসে গেছে। নীল জিন্সের শার্টে আজ আরিফকে বেশ স্মার্ট দেখাচ্ছে। এমনিতে অবশ্য আরিফ কম স্মার্ট নয়। অনেক মেয়েই আরিফের জন্য দিওয়ানা হয়ে আছে। সেসব মেয়েকে পরোয়া না করে আরিফ জুলিকে একতরফা ভালোবেসে যাচ্ছে। দু’জনের এই সম্পর্কের বয়সও তিন বছর।
Ñকী সুখবর জানাবে বলে এখানে ডাকলে, বলো।
Ñযেটা জানাব, সেটা এক অর্থে সুখবর আবার দুঃখেরও খবর।
Ñবলো না শুনি।
Ñরুবা নামের একজনের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছেন।
Ñহা হা হা।
Ñনিজের ফাঁসির খবর শুনে হাসছ? আশ্চর্য।
Ñঠাট্টা করছ, না?
Ñঠাট্টা নয় জুলি। সত্যি বলছি। কসম।
Ñহোয়াট, কী বলছ?
Ñচিন্তার কিছু নেই জুলি। রুবা মেয়েটার সমস্যা আছে। বড়লোক বাবার কালো আইবুড়ি একমাত্র মেয়ে। বিয়ের ফুল আর ফোঁটার সম্ভাবনা নেই বলে রুবার বাবা তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চায়। আমার বাবা সে যৌতুক গ্রহণ করতে আমাকে রুবার সাথে...
Ñতাই বলে তুমি যৌতুকের লোভে...?
Ñজীবনে স্বার্থের জন্য কখনো কখনো লোভী হতে হয়।
Ñতার মানে আমাকে তোমার জীবন থেকে সরে দাঁড়াবার কথা বলতে এখানে ডেকেছ?
Ñনা। আসল সুখবর তো শোনোনি।
Ñবলো।
Ñতোমাকে ছাড়া কারো কথাই ভাবতে পারি না আমি। তার পরও রুবাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। কেনো হয়েছি, জানো? বিয়ের পর রুবার ধনী বাবা যখন সব বিষয় সম্পত্তি আমার নামে লিখে দেবেন, তখন রুবাকে ডিভোর্স দেবো। তারপর তোমাকে বিয়ে করে আমি আসল সুখ খুঁজে নেবো।
Ñবাহ। তোমার বুদ্ধি তো খারাপ না।
Ñহু। আমি জানতাম তুমি এমন সুখবর পেয়ে অমত করবে না।
-তাহলে এবার বাড়ি যাও।
জুলি আর আরিফ আলোচনা শেষ করে ন্যাশনাল পার্ক থেকে যে যার বাড়ি ফিরে গেল।
২.
রাতে আরিফ ফেসবুক ওপেন করতেই জুলির দীর্ঘ মেসেজ আসে। মেসেজে জুলি লিখেছে, ‘আমার ভাবতে অবাক লাগে তোমার মতো একটা প্রতারককে ভালোবেসেছি। রুবার বাবা যে বিশ্বাস নিয়ে তোমার হাতে তার অচল মেয়েকে তুলে দিতে চাইছেন, তুমি সে মেয়ের ওপর অবিচার চালাবার কিচ্ছা শোনালে আমায়। আজ সম্পত্তির লোভে রুবাকে বিয়ে করে পরে তালাক দিয়ে তার লাইফের ক্ষতি করবে। একইভাবে যে কাল আমার সাথে প্রতারণা করবে না, তার কী গ্যারান্টি আছে! তুমি একটা কাপুরুষ। অন্যের সর্বনাশ করা তোমার জন্য যদি সুখবর হয়, তবে আমারও একটি সুখবর জেনে নাও, আজ থেকে আমার ভালোবাসার খাতা থেকে তোমার মতো কাপুরুষের নাম কেটে দিলাম।’
মেসেজ পড়ে আরিফের বুকটা ধক করে উঠল। রিপ্লাই দিতে গিয়ে দেখে আরিফ জুলির ফেসবুক লিস্ট থেকে ব্লক হয়ে গেছে। মুঠোফোনে কল দেয় জুলিকে। কিন্তু জুলির নাম্বার বন্ধ।
আমিশাপাড়া, নোয়াখালী

 


আরো সংবাদ



premium cement
সংবাদ-রাজনৈতিক বিষয়বস্তু কমিয়ে দেয়ায় ফেসবুক নিউজ ট্যাব থাকছে না জুনের মধ্যে তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে : প্রতিমন্ত্রী চট্টগ্রামে জুতার কারখানায় আগুন সাকিবের প্রশংসায় পোথাস আদমদীঘিতে ২৩০ চালকল বন্ধ : বেকার ৭ হাজার শ্রমিক সাকিবে উজ্জীবিত বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা কুলাউড়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার শিক্ষায় ব্যাঘাত : ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ২৯০ কোটি ডলারের মামলা আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সকল