২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্বজন‌দের কা‌ছে লাশ হস্তান্তর শুরু

-

দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করা হয়।

প্রথমে সালাহ উদ্দীন(৩২) না‌মে ওই কারখানার ইঞ্জি‌নিয়া‌রের লাশ হস্তান্তর করা‌ হয়।

সালাহউদ্দী‌নের মামা রা‌কিব জানান, প‌রিবা‌রের আশার আলো ছিল সালাহ উদ্দীন। দুই ভাই‌য়ের ম‌ধ্যে সে বড়। ছোট এক‌টি মে‌য়ে আছে।

এর আগে ওই কারখানায় বুধবার সন্ধ্যার আগুনে দগ্ধ হ‌য়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪তে পৌঁছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ বি‌কেল ৪টার দি‌কে দগ্ধ ফারুক না‌মে আরো একজন মারা যান।

নিহতরা হলেন- বাব‌ুল (২৫), রায়হান (১৬), ইমরান (১৮), সালাহ উদ্দীন (৩২), আবদুল খা‌লেক (৩৫), সুজন (১৯), জিনারুল ৩২), আলম (৩৫), ফয়সাল (২৫), আবদুর রাজ্জাক (৪৫), জাহাঙ্গীর, মাহবুব, মেহে‌দি, রাজ্জাক ও ফারুক।

গতকাল বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে জাকির হোসেন (২৫) নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শী ও কারখানার আহত শ্রমিকরা জানান, প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস তৈরির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল