১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা - নয়া দিগন্ত

ঢাকার টিকাটুলীর নিউ রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন মার্কেটের ব্যবসায়ীরা। বুধবার  বিকেল ৫টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। ৫টা ২২ মিনিটে  ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে শুরু করেন। প্রায় সোয়া ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানায়, প্রথমে মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের ধোঁয়া দেখা যায়।পরে মার্কেটের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। তাতে অন্তত ৩০ টির মত দোকান পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব পুলিশ আনসার সহ ভলেন্টিয়াররা অংশ নেয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন মেইন) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ইমিডিয়েটলি আমরা ছয়টা পানির লাইন স্থাপন করি। সাথে ২৫টি ফায়ার সার্ভিসের ইউনিট এবং দুইটা বিশেষ পানির গাড়ি আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তিনি বলেন, ৬ টা ৪০ মিনিটেন আগুন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আসে।

আগুন কিভাবে লেগেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপারেশনের কাজ সম্পূর্ণভাবে এখনো শেষ হয়নি। তবে আমরা অফিসিয়ালি যে তদন্ত কমিটি করে থাকি তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। সে তদন্ত কমিটি ঘটনার বিস্তারিত জানাবেন।


আরো সংবাদ



premium cement