২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার পোশাক শ্রমিকদের

-

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পাঁচ ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে গেছে পোশাক শ্রমিকরা। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ বিমানবন্দর সড়কে আজ রোববার বেলা ৯টার দিকে তারা অবরোধ শুরু করে বেলা পৌণে ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরের সামনে গোল চত্বর থেকে উঠে যায় তারা।

তবে তারা আগামীকাল সোমবার সকালে আবারো বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছেন।

উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়কে তাদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণ খান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করে। গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট।

আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ বেলা ১১টার দিকে বিমানবন্দরের সামনের গোলচত্বরে সামনে অবস্থান নেয়। পাশাপাশি জসিম উদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাহপুর এলাকায় তাদের বিক্ষোভ চলতে থাকে।


আরো সংবাদ



premium cement