২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রক্তাক্ত ইজতেমা মাঠ, শতাধিক আহত

সংঘর্ষে আহতদের স্থান সংকুলান হচ্ছে না স্থানীয় হাসপাতালগুলোতে। - ছবি: সংগৃহীত

তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে শতাধিকেরও বেশি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত অনেক বয়স্ক লোকের অবস্থা গুরুতর। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজীপুরের টঙ্গীর বাটা গেইট এলাকায় ইজতেমা ময়দানের প্রবেশপথে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা সংঘর্ষ আর ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন।

সংঘর্ষের সময় টঙ্গী ইজতেমা ময়দানের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর সড়কে দেখা দিয়েছে চরম যানজট।

আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনেকে সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশে-পাশের ক্লিনিকগুলোতে ছুটে চলছেন। ইজতেমা মাঠের চারপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement