২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে পাকিস্তান

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে পাকিস্তান - সংগৃহীত

স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেই ধাক্কা সামলিয়ে উইকেটে সেট হয়েছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ২৩ ওভার শেষে ৮৭ রান করেছে।  এখন ব্যাট করছেন, শোয়েব মালিক ৩৬ রান নিয়ে আর সরফরাজ আহমেদ ৩ রান নিয়ে। 

খেলার শুরুতেই ভারতীয় বোলাররা বেশ চেপে ধছিল পাকিস্তানকে। তাদের তোপে রানের চাকাটা ঘুরাতেই পারছিল না পাকিস্তানি ব্যাটসম্যানরা। ভুবনেশ্বর কুমার তো রীতিমত ভয়ংকর হয়ে উঠেছেন। তার জোড়া আঘাতে শুরুতেই বিপদে সরফরাজ আহমেদের দল। 

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। কিন্তু টসের এই সুবিধাটা কাজে লাগাতে পারছে না তারা। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ২ উইকেট হারিয়ে বসেছে দলটি।


ভুবনেশ্বরকে আক্রমণ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করেছেন। ভারতীয় পেসারকে তুলে মারতে গিয়ে ইয়ুজবেন্দ্র চাহালের ক্যাচ হয়েছেন এই ওপেনার, খুলতে পারেননি রানের খাতা। সর্বশেষ বাবার জামান আউট হওয়ছেন ব্যক্তিগত ৪৭ রানে। 

আজকের ম্যাচে দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন শার্দুল ঠাকুর আর হংকংয়ের বিপক্ষে দারুণ বোলিং করা খলিল আহমেদ। তাদের বদলে একাদশে এসেছেন হার্দিক পান্ডিয়া আর জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে চার পেসার-মোহাম্মদ আমির, হাসান আলি, উসমান খানের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

আরো পড়ুন : মোহাম্মাদ আমিরকে ২৫টি প্রশ্ন ও উত্তর
নয়া দিগন্ত অনলাইন ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪

পাকিস্তানি পেসার মোহাম্মাদ আমির এই সময়ের বিশ্বসেরাদের একজন। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ‘সংক্ষেপে উত্তর দিন’ টাইপের ২৫টি প্রশ্নের সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিলো পাকিস্তানের সর্বশেষ আয়ারল্যান্ড সফরের সময়। নয়া দিগন্ত অনলাইনের পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।

ক্রিকেটের বাইরে প্রিয় খেলোয়াড়?


সার্জিও আগুয়েরো

ক্রিকেট ছাড়া অন্য কোন খেলায় ট্রফি জেতার সুযোগ পেলে কোন খেলায় জিততে চাইবেন?
ফুটবল

আপনাকে নিয়ে সিনেমা হলে নায়ক হিসেবে কাকে চাইবেন?
শাহিদ কাপুর

কোন রেকর্ডটি করতে চান?
তিন ফরম্যাটেই হ্যাট্রিক করতে চাই

এই সময়ে কোন ব্যাটসম্যানকে বল করা সবচেয়ে কঠিন মনে হয়?
স্টিভেন স্মিথ

কিভাবে সময় অপচয় করেন?
হোটেলে সিনেমা দেখে

কোন ক্রিকেটারের হেয়ারস্টাইল সবচেয়ে সুন্দর?
আমিও চুলে অনেক স্টাইল করি, তবে শহীদ আফ্রিদিকেই এগিয়ে রাখবো।

ইতিহাসের কোন ক্রিকেটারের সামনে বল করার সুযোগ পেলে কাকে বেছে নেবেন?
ব্রায়ান লারা
কেন?
সেটা পারলে আমার স্বপ্ন পূরণ হবে। কাছে তাকেই ওই সময়ে বল করা সবচেয়ে কঠিন মনে হতো।
কোন কাজটা সবচেয়ে বিরক্তিকর মনে হয়?

ভারোত্তোলন(জিমে)

আবার জন্ম নেয়ার সুযোগ পেলে কী হতে চাইবেন?
মোহাম্মদ আমির

সর্বশেষ বলিউডের কোন ছবিটি দেখেছেন?
পদ্মাবতি

প্রিয় ক্রিকেট ভেন্যু-
দ্য ওভাল(লন্ডন), অনেক স্মরণীয় মূহুর্ত আছে এখানে।

ক্রিকেটের কোন নিয়মটা পাল্টাতে চান?
নো বলের ফ্রি-হিট

কোনটি কঠিন- বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন নাকি কোহলিকে বোলিং করা?
অবশ্যই পিতৃত্ব, এটি অনেক দায়িত্ব নিয়ে করতে হয়।

সারাজীবন যদি একটি খাবার খেয়ে থাকতে বলা হয় কোনটি খাবেন?
ভেন্ডি গোশত(ঢেড়শ দিয়ে রান্না করা গোশত)

কোন গানটি এই মূহুর্তে মাথায় বাজছে?
অবাক করার বিষয়- আমার স্ত্রীর ভাই জহির আব্বাসের একটি গান। শীঘ্রই সেটি রিলিজ হবে।

টিমমেটদের নিয়ে মজা করতে চাইলে কাকে বেছে নেবেন?
লেন্ডন সিমন্স। করাচি কিংসে আমরা একসাথে খেলি। আমার দেখা সবচেয়ে মজার মানুষ।

ট্যুরে যাওয়ার সময় সবার আগে কোনটি স্যুটকেসে ঢোকান?
স্বাভাবিকভাবেই জুতো। এটি ছাড়া বোলিং করবো কিভাবে।

ক্রিকেটের বাইরে সবচেয়ে শ্রদ্ধা করেন কাদের?
যারা জীবনযুদ্ধে সাফল্যের জন্য লড়াই করে তাদের। স্টিফেন হকিংয়ের দ্বারা আমি অনুপ্রাণিত হই। তিনি হাঁটতে বা কথা বলতে পারতেন না, তবু তিনি সেরা বিজ্ঞানীদের একজন ছিলেন। আমার স্ত্রীর কাছ থেকে হকিং সম্পর্কে বিস্তারিত জেনেছি। জানার পর অনেক অনুপ্রাণিত হয়েছি।

অন্যান্য দেশের সাথে পাকিস্তানি সমর্থকদের পার্থক্য কী?
পাকিস্তানি দর্শকরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি উৎসাহী, আবেগী। এখানে তারা সবার চেয়ে এগিয়ে।

কোন অসাধারণ শক্তি পেলে কোনটি চাইবেন?
জাদু। হঠাৎ হারিয়ে যাব কিংবা অন্যরূপ ধরবো।
আপনি ব্যাট করার সময় কোন বোলারকে পেলে সবচেয়ে খুশি হবেন?
মিচেল স্টার্ক। তাকে খেলতে ভালো লাগে।

কোন শটটি আপনার বলে ব্যাটসম্যানদের কাছ থেকে দেখতে চান না?
আমার বলে কেউ পুল শট খেললে মেজাজ গরম হয়ে যায়।

দর্শক হিসেবে ইতিহাসের কোন ম্যাচ আবার দেখার সুযোগ পেলে কোন ম্যাচটি দেখতে চাইবেন?
১৯৯২ বিশ্বকাপ
পাকিস্তানিদের সবচেয়ে আবেগের জায়গা কোনটি?
দেশপ্রেম। প্রত্যেক পাকিস্তানি দেশের জন্য জীবন দিতে পারে।


আরো সংবাদ



premium cement