২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা বিমানবন্দরে ফরাসি নাগরিককে হেনস্তা

ঢাকা বিমানবন্দরে ফরাসি নাগরিককে হেনস্তা - সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ফরাসি নাগরিক ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তাদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে নিজের বিভিন্ন জিনিসপত্র রাখার অভিযোগও করেছেন এই ফরাসি নাগরিক। বুধবার (৮ আগস্ট) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আহামেদ ফরিদ নামের এই বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসি নাগরিক।

জানা গেছে, ফ্রান্সের প্যারিস থেকে ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন আহামেদ ফরিদ। ৮ আগস্ট সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। কিন্তু বেল্ট থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের লোকজন তাকে আটকায়। এরপর কীভাবে তিনি ফরাসি নাগরিক হলেন, কীভাবে ফরাসি পাসপোর্ট পেলেন, এসব নিয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে পাসপোর্ট আটকে রাখেন তারা। একইসঙ্গে তার কাছ থেকে চারটি পারফিউম, একটি ভ্যানিটি ব্যাগ ও ১০০ ইউরো রেখে দেয় কাস্টম হাউসের লোকজন। ঘটনার সময় আর্মড পুলিশ সদস্যরা খোঁজ নিতে এলে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে আহামেদ ফরিদ বলেন, ‘কাস্টমসে দায়িত্বরত আবুল নোমান ও আব্দুর রহমান রাফি আমার লাগেজ খুলে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয়। কিন্তু এগুলো জমা রাখার কোনও স্লিপ আমাকে দেওয়া হয়নি। এছাড়া ১০০ ইউরো নিয়েছে এই দু’জন। কেন এসব তারা রাখছে সেই ব্যাখ্যাও দেয়নি। এসব বিষয়ে জানতে চাইলে ওই দুই কাস্টমস সদস্য হুমকি দেন— আমার পাসপোর্ট আটকে রাখা হবে ও ছাড়িয়ে নিতে ১ লাখ টাকা লাগবে। ঢাকায় এসে এমন পরিস্থিতিতে পড়ে তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। তাই বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে এসেছি।’

অভিযোগকারী আহামেদ ফরিদ আরও বলেন, ‘আমার সঙ্গে কয়েক বোতলে ২ লিটার অ্যালকোহল ছিল। বাংলাদেশে বিদেশি নাগরিকরা ১ লিটার অ্যালকোহল আনতে পারে, এ তথ্য জানায় কাস্টমস কর্মকর্তারা। পরে আমাকে ১ লিটার অ্যালকোহল দিয়ে বাকিটা তারা রেখে দেয়। তবে শুধু অ্যালকোহলের জন্য তারা আমাকে একটি রশিদ দেয়। দীর্ঘ ভ্রমণ শেষে এমন পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাবিনি। তারা যেভাবে পাসপোর্ট রেখে দেওয়ার হুমকি দিচ্ছিল, তাতে আমি ভীত হয়ে পড়ি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রেজাউল হক বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’

 

 


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল