১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ভোগান্তি নিয়েই মানুষ ছুটছে প্রিয়জনের কাছে

- ছবি : নয়া দিগন্ত

ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি নিয়েই হাজার হাজার মানুষ গন্তব্যর উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। অগ্রীম টিকেটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌছা পর্যন্ত পথে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষদের। তবুও প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের ঘরে ফিরতেই হবে।

শনিবার ঢাকার কমলাপুর স্টেশনে সকাল থেকেই সব ট্রেনে মানুষের ভীড়। তবে অন্যান্য ট্রেনের তুলনায় উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে মানুষের ভীড় ছিলো বেশী।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে কিছু ট্রেন বিলম্বে ছেড়ে গেলেও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ৩ ঘণ্টা বিলম্বে ছাড়বে বলে স্টেশন থেকে জানানো হয়। ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল ৮টা হলেও ১০টা ৫৫ মিনিটে প্ল্যাটফর্মে পৌছায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা একঘণ্টা বিলম্বে ১০টার পরে ছেড়ে যায়।

রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৭ ঘণ্টা বিলম্ব স্টেশনের প্ল্যাটফর্মে পৌছায়। ফলে অতিরিক্ত একটি ট্রেনকে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের নামকরণ করে কমলাপুর ছেড়ে যায়।

এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘ট্রেনটি ব্যাপক বিলম্ব ছিলো। সেই গ্যাপটা পূরণ করতে আমরা অন্য একটি ট্রেনকে ‘রংপুর এক্সপ্রেস’ নামকরণ করে আজকের মতো পাঠিয়েছি। তবে আগামীকাল থেকে রংপুর এক্সপ্রেস মূল ট্রেনটিই চলাচল করবে।’

এদিকে তুলনামূলক খারাপ অন্য একটি ট্রেনকে ‘রংপুর এক্সপ্রেস’ নামকরণ করায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

তারা বলেন, গত ২৩ মে দীর্ঘ ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনটির এসি টিকিট পেয়েছিলাম। স্ত্রী সন্তান নিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু রংপুর এক্সপ্রেস ট্রেনের এসি সিট আর এই এসি সিট এক নয়। তাহলে আমার এত ভোগান্তি সহৃ করে লাইনে দাড়িয়ে টিকেট কেটে কী লাভ হলো?

যাাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও রেলওয়ের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে জানিয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘যেকোনো ধরনের যাত্রী হয়রানি দেখা গেলেই তা প্রতিরোধ করা হবে।’

ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ট্রেনগুলো দেরিতে কমলাপুরে পৌঁছেছে, সেই ট্রেনগুলোই ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা চেষ্টা করছি ট্রেন ছাড়তে যেনো আর বিলম্ব না হয়। সঠিক সময়ে যাতে সব ট্রেন ছেড়ে যেতে পারে তার চেষ্টা করছি।’

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলেন, আসলে আমাদের সিস্টেমই খারাপ। বিশ্বের কোনো দেশে মনে হয় ঈদে বাড়ি ফেরার জন্য মানুষকে এভাবে ভোগান্তি পাহাতে হয় না ‘

এই যাত্রী আরও বলেন, ভোগান্তি নিরসনে এক অ্যাপ বানানো হলো, কিন্তু যাত্রীরা আশানুরূপ সুফল পেল না। পরিবারের সদস্যদের নিয়ে রমজান মাসে দীর্ঘক্ষণ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার চেয়ে বড় বিড়ম্বনা আর কিছু থাকতে পারে না‘।

এদিকে জিআরপি থানা সুত্রে জানা গেছে অবৈধভাবে ট্রেনের ছাদে উঠার অভিযোগে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা প্রায় অর্ধশতাধিক মানুষকে আটক করে থানায় নিয়ে গেছে।

এপ্রসঙ্গে শনিবার রাতে কমলাপুর জিআরপি থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি।


আরো সংবাদ



premium cement
শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রমিজ খানের ইন্তেকাল দরিদ্রতম দেশগুলোর উন্নয়ন ঐতিহাসিক মাত্রায় বিপরীতমুখী : বিশ্ব ব্যাংক ঢাকাসহ ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫ দেশকে অপশাসন মুক্ত করতে আলেমদের ভূমিকা রাখতে হবে : ড. রেজাউল করিম ইরানের হামলার জবাব দেয়া হবে : ইসরাইলের সেনা প্রধান সাভারে দর্জির দোকানে এসি বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চাইবেন ড. ইউনূস ইরান-ইসরাইলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড়, এখন যা হবে ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ : নিহত বেড়ে ১৩

সকল