২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি - ছবি : সংগ্রহ

শুক্রবার শুরু হচেছ ঈদে বাড়ি ফেরার বাসের অগ্রিম টিকিট বিক্রি। আর আগামী বুধবার থেকে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট। সংশ্লিষ্ট দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৭ মে শুক্রবার। গত দুই বছরের মতো ঈদযাত্রায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া থাকছে এবারও। চাহিদা অনুযায়ী এবার বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো জানান, ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি করতে বিভিন্ন পরিবহন কোম্পানির টিকিট কাউন্টারগুলো প্রস্তুত করতে বলা হয়েছে। এবার গরম ও প্রচন্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সেজন্য সামিয়ানা বা এর বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিবহন মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বাসের ভাড়া সম্পর্কে জানতে চাইলে বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, দূরত্ব অনুযায়ী বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সে অনুযায়ী গত দুই বছরের ন্যায় বাসের এসি ও নন এসি টিকিটের দাম এবারও অপরিবর্তিত থাকছে।
অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে বুধবার। রেল সচিব মোফাজ্জেল হোসেন গণমাধ্যমকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির এই আগাম বার্তা জানিয়েছেন।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এইসব সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতেই প্রতিবছর নির্ধারিত তারিখ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এ বছরও সেইভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচ স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট কালোবাজারিরোধে জাতীয় পরিচয়পত্র দেখানোর পরই টিকিট দেয়া হবে।

শিডিউল ঠিক রাখতে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য মালবাহী ট্রেন চলবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থায় কয়েকটি মেইল ট্রেন চালানো হবে, তবে কোনো আন্তঃনগর নয়।
রেল সচিব মোফাজ্জেল হোসেন আরো জানান, ঈদে মানুষের যাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রীর নেতৃত্বে সবাই মিলে কাজ করছি। এবার টিকিট কিনতেও ভোগান্তি পোহাতে হবে না। এবারই প্রথম ট্রেনের টিকিট স্টেশনের বাইরে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement