২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সরকার প্রবাসীদের ব্যাপারে আন্তরিক : দুবাইতে বন ও পরিবেশ মন্ত্রী

-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন আহমেদ বলেছেন, প্রবাসীরা সোনার মানুষ। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বড় একটি যোগান দিচ্ছে। সরকার প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। মঙ্গলবার দুবাই গ্রান্ড এক্সিলসেসর হোটেলে দুবাই আওয়ামীলীগের দেয়া সংবর্ধনায় বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

দুবাই আওয়ামী লীগের আহবায়ক মাসুক উদ্দিন ইউসুফের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাজী শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে অবস্থানরত দেশের আইন কানুন মেনে চলার আহবান জানান দুবাইয়ের কনসাল জেনারেল। তিনি বলেন, প্রবাসীদের সকল সমস্যা সমস্যা সমাধানে দুবাই বাংলাদেশ কনস্যুলেট সর্বদাই সচেষ্ট।

অনুষ্ঠানে প্রবাসী সিলেটবাসীরা আরব আমিরাত থেকে সিলেটে এমিরেটস এয়ারলাইনস ও ফ্লাইদুবাই এর রুট চালু করার দাবী জানালে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এই বিষয়টি দেখবেন বলে জানান। প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র ও ১০ বছর মেয়াদি পাসপোর্ট করার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে দুবাই আওয়ামী লীগ নেতা আবদুল গনী, ড. রেজা খান, প্রকৌশলী আবু নাসের, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, ইউএই আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, মিসেস কাউসার নাছ, মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ সরওয়ার মুহুরী, মঈনুল হোসেন মঈন, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক, মুক্তিযোদ্ধা হাজী মুনির, মাসুক উদ্দিন রুবেল, রহিম বাবুল, সঞ্চয় ঘোষ, মোহাম্মদ আতিকুর রহমান, মুজিবুর রহমানসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিস্কার নামাজ আদায়ের আহ্বান আমিরে জামায়াতের সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করল তুর্কি, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় ‘হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের

সকল