১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সরকার প্রবাসীদের ব্যাপারে আন্তরিক : দুবাইতে বন ও পরিবেশ মন্ত্রী

-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন আহমেদ বলেছেন, প্রবাসীরা সোনার মানুষ। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বড় একটি যোগান দিচ্ছে। সরকার প্রবাসীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। মঙ্গলবার দুবাই গ্রান্ড এক্সিলসেসর হোটেলে দুবাই আওয়ামীলীগের দেয়া সংবর্ধনায় বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

দুবাই আওয়ামী লীগের আহবায়ক মাসুক উদ্দিন ইউসুফের সভাপতিত্বে ও সাবেক সভাপতি হাজী শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে অবস্থানরত দেশের আইন কানুন মেনে চলার আহবান জানান দুবাইয়ের কনসাল জেনারেল। তিনি বলেন, প্রবাসীদের সকল সমস্যা সমস্যা সমাধানে দুবাই বাংলাদেশ কনস্যুলেট সর্বদাই সচেষ্ট।

অনুষ্ঠানে প্রবাসী সিলেটবাসীরা আরব আমিরাত থেকে সিলেটে এমিরেটস এয়ারলাইনস ও ফ্লাইদুবাই এর রুট চালু করার দাবী জানালে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এই বিষয়টি দেখবেন বলে জানান। প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র ও ১০ বছর মেয়াদি পাসপোর্ট করার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে দুবাই আওয়ামী লীগ নেতা আবদুল গনী, ড. রেজা খান, প্রকৌশলী আবু নাসের, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, ইউএই আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, মিসেস কাউসার নাছ, মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ সরওয়ার মুহুরী, মঈনুল হোসেন মঈন, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক, মুক্তিযোদ্ধা হাজী মুনির, মাসুক উদ্দিন রুবেল, রহিম বাবুল, সঞ্চয় ঘোষ, মোহাম্মদ আতিকুর রহমান, মুজিবুর রহমানসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সকল