১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

১০ নং ডাউনিং স্ট্রিটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে  যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ 

১০ নং ডাউনিং স্ট্রিটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে  যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ  - নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারি সরকার এক বছর যাবত নির্জন কারাগারে সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দি করে রাখার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি।

রোববার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ওপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবীও জানানো হয় উক্ত সমাবেশ থেকে ।

উল্লেখ্য যে, জিয়া অরফানেজ ট্রাষ্টের একটি মামলায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী থেকে কারান্তরীণ রয়েছেন। উক্ত সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মন্জুর হাসান পল্টু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।

এ ছাড়াও অন্যান্য নেতাকর্মীদের মধ্যে, যুক্তরাজ্যে বিএনপি নেতা ব্যারিস্টার মাওদুদ আহমেদ, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর সাজাহান, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্যে যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্যে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক এস এম ওমর পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, মুহাম্মাদ মুজাহিদ খালিদ পাভেল, হাবিবুর রহমান, মোঃ সেলিম রেজা, শেখ কামরুজ্জামান, মোঃ সাকোয়াত হোসেন, আব্দুল আলীম, মোঃ মহিন উদ্দিন, আব্দুস সামাদ, নাওশীন মোস্তারী মিঞা সাহেব, মোঃ বেলাল হোসাইন পাশা, ইমামুল আরাফাত হিমেল, মোঃ রাসেল মাহমুদ, আল নাহিয়ান বিন মুরাদ, সালমান সাদী, মোহাম্মাদ রিফাত মাহমুদ ভূইঞা, মো: ওমর ফারুক, সামিউজ্জামান সিদ্দীকি, জাকির হোসেন, মো: শহীদ সরোয়ার, নজরুল ইসলাম, ইমরান হোসাইন, মোহাম্মদ সাব্বির উল্লাহ, মোহাম্মদ লুৎফুল আরেফিন, আব্দুল গাফ্ফার খান, রাজু আহমেদ প্রমুখ উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement