১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
সাদার্ন ভার্সিটিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারে তার প্রমাণ পদ্মা সেতু

-

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিআরআইসিই) শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান কো-অর্ডিনেটর মেজর জেনারেল আবু সাঈদ মাসুদ।
দু’দিনব্যাপী সম্মেলনে গত শনিবার সন্ধ্যায় হোটেল পেনিনসুলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। গত শুক্রবার সকালে ইনস্টিটউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করেন আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উপদেষ্টা ও চুয়েটের সাবেক ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রোভিসি অধ্যাপক (প্রকৌশলী) এম আলী আশরাফ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রকৌশলী ও গবেষক, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানসহ প্রকৌশলীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, গবেষণাধর্মী শিক্ষা অর্জন করতে না পারলে বর্তমান বিশ্বে সফলতা অর্জন সম্ভব নয়। তরুণ গবেষকদের উচিত প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের আরো সমৃদ্ধ করা।
দ্বিতীয় দিনের আয়োজন সাদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়গুলো হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ফ্লাড কন্ট্রোল অ্যান্ড মিটিগেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্বানাইজেশন অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এডুকেশন। সম্মেলনে আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার এবং গবেষকদের পাঠানো গবেষণা যাচাই-বাছাইয়ের পর ৪৭টি নির্বাচিত গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ ছাড়াও তিনটি কি-নোট সেশন ও আটটি টেকনিক্যাল সেশন। দু’দিনের সম্মেলনে কি-নোট স্পিকার ছিলেন অ্যামেরিকান সোসাইটি অব ইঞ্জিনিয়ারিং এডুকেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাবেক ডিরেক্টর প্রফেসর ড. উইলিয়াম ই কেলি, পি ই হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামিম আক্তার এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের সিনিয়র লেকচারার ড. রেজাউল চৌধুরী। সমাপনীপর্বে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল