১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এই সরকার জনগণের নয় : ডা: শাহাদাত হোসেন

-

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সরকার নয় বলেই আজ দেশের এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আজ অসহায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে। প্রায় তিন মাস ধরে সরকারি সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
তিনি সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম ইসমাইলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব বাকলিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডা: শাহাদাত হোসেন বলেন, হাজী ইসমাইল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। যেকোনো আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালে তিনি বিশাল বিশাল মিছিল সহকারে মহানগরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। ইসমাইলের ত্যাগ দল আজীবন স্মরণ রাখবে।
হাজী মোহাম্মদ ইসমাইল স্মৃতি সংসদের নেতা মো: মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, হাজী নবাব খান, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাবুর রহমান শাহীন, নগর বিএনপির সহসম্পাদক মো: শাহজাহান, সদস্য আলী ইউসুফ, হাজী ইউসুফ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, নূর হোসেন নূর, নগর মহিলা দল নেত্রী শাহেদা আক্তার, রেজিয়া বেগম মুন্নি, বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুুব, মোহাম্মদ সাইফুল ইসলাম নিরব, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলম, আসাদুর রহমান টিপু, মহিলা দল নেত্রী কোহিনুর বেগম, ছাত্রদল নেতা মো: নুর উদ্দিন, মোহাম্মদ শফি, গাজী শওকত, এন মো: রিমন, মহিউদ্দিন রনি, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আলাউদ্দিন, হাবিব, মো: সামছু, কুতুব উদ্দিন রাজু, রকি, আকাশ, শফিক, সুমন, মান্না, ইদ্রিস, রবি, নাদের প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement