১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ডা: জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে ডিগ্রি কোর্স চালুর ঘোষণা

-

ডা: জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ফলক উন্মোচন করে এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ ভবন নির্মিত হয়। প্রস্তাবিত ১০ তলা ভবনের ষষ্ঠ তলা ভবনটি নির্মাণে চসিকের ২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা: মো: নুরুল আমিন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ডা: জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সেলিম আকতার চৌধুরী, বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সর্দার, কজেল প্রতিষ্ঠাতার জ্যৈষ্ঠ মেয়ে ও সাবেক হোমিও বোর্ড সদস্য অধ্যাপিকা ডা: খুরশীদ জাহান বেগম, মাসিক হোমিও চেতনার প্রধান সম্পাদক অধ্যক্ষ ডা: আবদুল করিম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, ঢাকার চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সদস্য ডা: আতাহার আলী, বোর্ড সদস্য ডা: মো: কায়েম উদ্দিন, ডা: সালেহ আহমেদ সুলেমান, সাবেক ছাত্রছাত্রী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডা: মো: ছমি উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ‘অগ্রগতির ৮৫ বছর’ শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

 

 


আরো সংবাদ



premium cement