২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জামিয়া কুরআনিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল ইসলাম মানবজাতিকে পথের দিশা দেখায় : আল্লামা শফী

-

চট্টগ্রাম শহরের খুলশী এলাকাস্থ ঝাউতলা রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন ঝাউতলা জামিয়া কুরআনিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি সম্মেলন গত রোববার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঝাউতলা জামিয়া কুরআনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো: আলী উসমানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দারুল উলুল মঈনুল ইসলাম মাদরাসা প্রধান ও হেফাজতে ইসলামের আমির মাওলানা মো: শাহ আহমদ শফী দা: বা:। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মো: ড. আ ফ ম খালীদ হোসেন, মাওলানা মো: ফুরকান আহমদসহ মাদরাসার ওলামায়েকেরামরা। আল্লামা শাহ আহমদ শফী বলেন, ইসলাম মানব জাতিকে পথের দিশা দেয়। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না বলেই মানুষ যুগে যুগে ইসলামের পতাকা তলে সমবেত হচ্ছে। তাই, আসুন আল্লাহ ও তার রসূলের পথ দেখানো পথে চলার জন্য এগিয়ে আসি। পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

 


আরো সংবাদ



premium cement