২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিআইইউর স্কুল অব ল’তে নতুন ২ ক্লাবের যাত্রা শুরু

-

নানা আয়োজনের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব ল’তে যাত্রা শুরু হয়েছে নতুন দুটি ক্লাবের। এ উপলক্ষে গত সোমবার সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন ক্লাব দুটো হলোÑ সিআইইউ ল’ অ্যান্ড কালচারাল সোসাইটি ও সিআইইউ ল’ ডিবেট ক্লাব। ক্লাব দুটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেন, ক্লাব বা সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা। এ ধরনের ক্যাম্পাসভিত্তিক সংগঠনগুলো থেকে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানের মাধ্যমে কিভাবে আগামী দিনে জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিবে সেই অভিজ্ঞতা বা ধারণা অর্জন করে সবাইকে ছাড়িয়ে যেতে পারে। সভাপতির বক্তব্যে স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো: জাকির হোসেন বলেন, যুক্তিনির্ভর সমাজ মানেই তারুণ্যের জয়-জয়কার। সেখানে দায়িত্বশীলতা বাড়ে। বাড়ে সুস্থ নেতৃত্ব দেয়ার মানসিকতা। তিনি যাত্রা শুরু করা ক্লাব দুটি সমাজ বদলে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও স্কুল অব ল’র সহকারী ডিন মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী বলেন, সিআইইউর ল’ অ্যান্ড কালচারাল সোসাইটি ও ডিবেট ক্লাব দুটি মৌলিক মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবসময় এগিয়ে থাকবে এমনটা চাওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব ল’র সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলায়েত হোসাইন, প্রভাষক মো: আদনান কবির, মো: জুবায়ের কাসেম খান, মো: হাসনাত কবির ফাহিম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement