১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম নগর আ’লীগ কার্যনির্বাহী কমিটির সভা কেন্দ্রের নির্দেশনা পেলেই ওয়ার্ড পর্যায়ের সম্মেলন করা হবে

-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সঙ্কট উত্তরণে নেতৃত্ব দিয়েছে। এই প্রত্যয়ে ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কিছু নির্দেশনা মানতে হবে। মেয়র বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এই ভিত্তিকে আরো মজবুত করতে হবে। তিনি আরো বলেন, দলের কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ের পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি দুর্দিনের সহযোদ্ধাদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে। প্রতিটি ওয়ার্ডে সদস্য নবায়ন কর্মসূচি চলমান থাকবে। কেন্দ্রের নির্দেশনা পেলেই ওয়ার্ড পর্যায়ের সম্মেলন করা হবে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী এম এ মান্নানের ২১ সেপ্টেম্বর দামপাড়ার পারিবারিক কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং ২২ সেপ্টেম্বর সকাল ৯টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে কুরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দলের পদ-পদবি নিয়ে যারা বিভিন্ন প্রকার ফায়দা লুঠছেন এবং নিজের এলাকায় যাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই; তাদের দলের পদে থাকা সমীচীন নয়। তিনি এলাকায় নতুনভাবে গড়ে ওঠা নেতৃত্বকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে আজকে দল ও রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু আমরা তার দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে সংগঠনকে সেভাবে সময় দিচ্ছি না। এ সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। নতুন চেতনাকে জাগ্রত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে উগ্রবাদমুক্ত করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল-মাহামুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহামুদ সমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো: হোসেন, জহুর আহমেদ, মাহবুবুল হক মিয়া, মানস রক্ষিত, জোবাইরা নারগিস খান, দেবাশীষ গুহ বুলবুল, আবু তাহের, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য এম এ জাফর, মো: ইয়াকুব, মো: আবুল মনছুর, সৈয়দ আমিনুল হক, গাজী শফিউল আজিম, নুরুল আলম, পেয়ার মোহাম্মদ, শেখ শহিদুল আনোয়ার, কামরুল হাসান ভুলু, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, বখতিয়ার উদ্দিন খান, গোলাম মোহাম্মদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, রোটারিয়ান মো: ইলিয়াছ, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বেলাল আহমেদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল!

সকল