১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

‘নৈতিক শিক্ষা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না’ : চট্টগ্রাম জেলা প্রশাসক

-

মানুষের মতো মানুষ হতে হলে নৈতিক শিক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। গত শনিবার রাঙ্গুনিয়া নোয়াগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলনাসামগ্রী বিতরণ করার সময় তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘আমাকে যারা গড়ে তুলেছেন তারা এখনকার শিক্ষকের মতো উচ্চ শিক্ষিত ছিলেন না। বর্তমানের শিক্ষকরা অনেক বেশি জানেন। তাই তাদের পড়াও অনেক বেশি বাস্তবসম্মত। টাকার অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়। এজন্য আমি নিজ উদ্যোগে শিক্ষা উপকরণ দিচ্ছি, চালু করেছি জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা বৃত্তিও।’ অনুষ্ঠানে গরিব ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক। এ ছাড়াও ৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেন টিফিন বক্স ও খাতা-কলম। পরে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত শিশুমেলা মডেল স্কুলের নবনির্মিত তিন কক্ষবিশিষ্ট ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ জোড়া স্কুল বেঞ্চ হস্তান্তর করেন তিনি। পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement