২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম বন্দর কলেজে নবীনবরণ শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জন করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে : প্রফেসর জাহেদুল হক

-

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জাহেদুল হক বলেছেন, শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জন করে ও মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে হবে। ছাত্রদের পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি মননশীল প্রতিভা বিকাশে দক্ষতা দেখাতে হবে। তিনি গত রোববার চট্টগ্রাম বন্দর কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহীদ মো: ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: মোশাররফ হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের উপাধ্যক্ষ মিতালী পালিত, শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, প্রভাষক শারমিন আকতার, প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দিন, মো: হাবিবুর রহমান, জাহেদুল হক পলাশ প্রমুখ। চবক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: মোশাররফ হোসেন বলেন, জীবনের লক্ষ্য স্থির করে পরিকল্পিত জীবন গঠন করতে হবে। শুধু ভালো জায়গায় ভর্তি হলে চলবে না ভালো মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে। চবক সচিব মো: ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর কলেজ ফলাফল ও কো-কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে যে সুনাম ও খ্যাতি অর্জন করেছে তা নবাগত ছাত্রদের ধরে রাখতে হবে। অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর কলেজ নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেমিক আদর্শ প্রজন্ম তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement