২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

  চট্টগ্রাম লালখান বাজার মাদরাসায় বইমেলা বই মানুষকে আলোর পথ দেখায় : ড. আ ফ ম খালিদ

-

বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বই মানুষ আলোর পথ দেখায়। অজানাকে জানার আকাক্সক্ষা সৃষ্টির শুরু থেকে ছিল এখানো আছে, ভবিষ্যতে ও থাকবে। ইসলামের প্রথম বাণী ছিল ‘ইকরা’। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে মুসলিমরা প্রথম ওহির বাণী চর্চ্চা ত্যাগ করার কারণে মুসলমানদের পতন শুরু হয়েছে। বই আপনার মেধা ও মননকে বিকশিত করে আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগ্রত করে। তিনি গত রোববার বিকেলে চট্টগ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসা মাঠে সপ্তাহব্যাপী মহররম উপলক্ষে বইমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি হারুন ইজহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বইমেলা উদ্বোধন করেন মোহাম্মদ দিদারুল আলম (বীর প্রতীক)। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ডা: মোহাম্মদ এনামুর রশিদ, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুর হাসান নিজামী, সংকল্প প্রকাশনীর মালিক মো: মনির হোসেন প্রমুখ। আলোচকরা বলেন, বই হোক আপনার আমার সবার নিত্যসঙ্গী। একটি ভালো বই আপনার জীবন ধারা পাল্টে দিতে পারে। তাই সমাজের কুসংস্কার, অশ্লীলতা, নেশাজাতীয় দ্রব্য মদ-জুয়া এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য বই পড়া আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

 


আরো সংবাদ



premium cement