২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্বণন’র আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার ভর্তি শুরু

-

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭১তম আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই স্কুলের তৃতীয় তলায় কর্মশালার ক্লাস অনুষ্ঠিত হবে।
ক্বণন’র তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাচিক শিল্পের অভিজ্ঞ প্রশিক্ষক এবং ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় ও অভিজ্ঞ সংবাদপাঠক এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন। নবম থেকে তদূর্ধ্ব শ্রেণীর ছাত্রছাত্রীকে কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে বুকমার্ক (চেরাগী পাহাড়), কারেন্ট বুক সেন্টার (ভিআইপি টাওয়ার, ২য় তলা), বিনিময় স্টোর (আন্দরকিল্লা) থেকে বিনা মূল্যে ফরম সংগ্রহ করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের শুক্রবার বিকেল ৪টায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই স্কুলে (৩য় তলা) উপস্থিত হয়ে ফরম ও নির্ধারিত ফি জমা দিয়ে কর্মশালায় নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮২৬৫৪৫৪৪৪, ০১৮১৮৮৮২৬১০, ০১৮১৮৯৫০৫৭৯ ও ০১৮৮১৪৬৬৮৫৯ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement