২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে ডা: শাহাদাত হোসেন ব্লিচিং পাউডার ছিটানোর মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস প্রতিরোধ সম্ভব

-

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির ডা: শাহাদাত হোসেন জমিয়তুল ফালাহ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে ডিসি রোডের নিজ বাসভবন রহমান ম্যানসনে যান এবং সেখানে কোরবানির পশু জবাই করেন। বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে নগরীর ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের তৃণমূলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষ তার বাসভবনে আসতে থাকলে ডা: শাহাদাত হোসেন তাদেরকে স্বাগত জানান। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে ডা: শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গু ভাইরাস থেকে মুক্ত করতে হলে জনসাধারণকে সচেতন করতে হবে। ৪১টি ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছিটানোর মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য ভাইরাস প্রতিরোধ সম্ভব। তিনি জানান, গত ৫ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু হেলথ সেন্টারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় ডেঙ্গু হেলথ সেন্টারের মাধ্যমে প্রতিদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা চলছে। তিনি বলেন, ৯ আগস্ট সাংবাদিকদের মাধ্যমে কিভাবে এডিস মশার লার্ভা ধ্বংস করা যায় সলিশন তৈরি প্রক্রিয়া, যা ১০ লিটার পানির সাথে ১১২ গ্রাম ৩৫ শতাংশ ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইড) মিশ্রণ করে ০.৫ ক্লোরিন সলিউশন তৈরি করে বাসার ছাদে ও অন্যান্য জায়গায় জমানো পানিতে স্প্রে করা এবং সরাসরি ৩৫ শতাংশ ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইড) যেখানে এডিস মশাসহ অন্যান্য ভাইরাসের উৎপত্তিস্থল সেখানে ছিটানোর পরামর্শ দিয়ে ছিলাম। তিনি পবিত্র ঈদুল আজহার দিন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এডিস মশার উৎপত্তিস্থলে ব্লিচিং পাউডার ছিটিয়ে কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement