১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাদরাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে হবে : তথ্যমন্ত্রী

-

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তাই সমাজের প্রত্যেক নর-নারীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায়ে এগিয়ে আসতে হবে। মানুষ প্রকৃত পক্ষে একবার জন্ম গ্রহণ করার পর দ্বিতীয় বার সুশিক্ষায় শিক্ষিত হয়ে আরেক বার জন্ম গ্রহণ করেন। আমাদের সমাজের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার ব্যাপারে সচেতন থাকলে দেশের উন্নতি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তিনি মাদরাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে মাদরাসার ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্প্রতি তথ্যমন্ত্রীর সাথে চট্টগ্রামের বাসভবনে তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ কথা বলেন। সাক্ষাতে হাফেজ তৈয়ব মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইসলামী সহিহ আকিদার কয়েকটি ইসলামী পুস্তক হাদিয়া দেন।
হাফেজ তৈয়বের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কারী ফজলুল করিম, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা এহসানুল্লাহ, মুফতি নুর মোহাম্মদ, হাফেজ নাজিম উদ্দিন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement