২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পশ্চিম বাকলিয়ায় বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করলেন চসিক মেয়র

-

সমাজসেবা কার্যালয়ের আওতায় ১৭ নং বাকলিয়া ওয়ার্ড এলাকায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার বই বিতরণ গত সোমবার সকালে গণি কলোনি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চলতি বছরে বরাদ্দকৃত ৮৯ জন বয়স্ক ভাতা ভোগী পশ্চিম ও ৩৮ জন প্রতিবন্ধীদের হাতে ভাতার বই তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ভারপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইয়াসিন চৌধুরী আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান-আল-মাহমুদ, মোহাম্মদ ঈসা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামসুল হক, আনোয়ার হোসেন, ছাত্র নেতা আবদুল খালেক সোহেল ও সমাজসেবা কর্মকর্তা মিনা শুক্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোহাম্মদ তারেক সুলতান। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষে এই বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করছে সরকার। পরিবারের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় বয়স্ক মানুষের দায়িত্ব নেয় হয় না। সেই মুহূর্তে তারা যে ভাতা পাচ্ছেন, এটা একটা শুভ উদ্যোগ। ভাতা বই নিতে আসা ব্যক্তি এবং তাদের স্বজনের উদ্দেশ্যে মেয়র বলেন এ শহর আমাদের। একে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নগরীর খাল, নালা-নর্দমায় গৃহস্থালি বর্জ্য ও যেকোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ জানান মেয়র।


আরো সংবাদ



premium cement