২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষক সমিতির ইফতার মাহফিলে নেতৃবৃন্দ ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানের দাবি

-

বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার ইফতার মাহফিল সম্প্রতি জামালখানস্থ শাহওয়ালী উল্লাহ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে চট্টগ্রাম কলেজের অধ্যাপক মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক মো: নাজেমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মো: সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন, দেশপ্রেমিক যোগ্য ও আদর্শ নাগরিক গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন প্রধান আলোচক ফারমজিলা ফুডস লিমিটেডের চেয়ারম্যান মো: খাইরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন- বাকশিস চট্টগ্রাম জেলা সচিব অধ্যাপক মুহাম্মদ ওসমান গণি, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহসভাপতি গোলাম রহমান, আবদুচ সাত্তার মজুমদার, উত্তর জেলা সভাপতি মো: মোস্তফা দক্ষিণ জেলা সচিব আবদুল হান্নান, মুহম্মদ মহিউদ্দিন, মো: নজরুল ইসলাম, মো: আবু তাহের, মুমিন হাজারী, গোলাম মহিউদ্দিন, মো: আবদুল মাবুদ, এস এম বেলাল উদ্দিন শেলী। আলোচকবৃন্দ রহমত, মাগফিরাত ও নাজাতের এ পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে ত্যাগ, দান ও সত্যের মহিমায় উদ্ভাসিত হয়ে আত্ম উৎসর্গের দ্বারা তাকওয়া অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান। দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা, চাকরির নিরাপত্তা বিধান এবং আর্থিক সচ্ছলতার প্রয়োজনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য এবং আসন্ন ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন- সর্বজনাব মো: জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুজিবুর রহমান, খোরশেদ আলম, মুনিরুল আনোয়ার, মো: মোজাহেরুল ইসলাম, মো: আক্কাস উদদীন, নুরুল মোমেন, মো: শাহজাহান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement