১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন বাম গণতান্ত্রিক সংগঠন

-

পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবি আদায়ের আন্দোলনে চট্টগ্রামে ক্রিয়াশীল সব বাম গণতান্ত্রিক সংগঠন ঐক্যবদ্ধ সমর্থন জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে আমিন জুট মিল সিবিএ-ননসিবিএ সংগঠনের উদ্যোগে আমিন জুটমিল প্রাঙ্গণে সিবিএ সভাপতি আরিফুর রহমান রামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তফার পরিচালনায় আয়োজিত শ্রমিক জনসভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরুদ্দিন নাসু, বাম জোট নেতা সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মসিউদ্দৌলা, জাতীয় মুক্তি কাউন্সিল জেলা সভাপতি এড ভুলন ভৌমিক, বামজোট নেতা বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব অপু দাশগুপ্ত, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মো: মামুন, বাসদ জেলা সদস্য হেলালউদ্দিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতা শফি উদ্দিন কবির আবিদ, ট্রেড ইউনিয়ন জেলা সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা রাহাতউল্লাহ জাহিদ।
নেতৃবৃন্দ বলেন, সরকার উন্নয়নের রোল মডেলের দাবি করে, অথচ হাজার হাজার পাট শ্রমিক ১২ সপ্তাহের মজুরি না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। মজুরি কমিশন ঘোষণা দিয়েও সরকার তা বাস্তবায়ন করছে না। সারা দেশের রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে মাত্র ৩৫০ কোটি টাকা দরকার। সরকার একটি কোম্পানির ৩১২৫ কোটি টাকার কর মওকুফ করতে পারে, ১০০ কোটি টাকা ব্যয়ে ইউএনওদের জন্য ১০০ বিলাসবহুল গাড়ি কিনতে পারে, কিন্তু দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে যে পাট শ্রমিকেরা তাদের জন্য সরকারের বরাদ্দ হয় না। বাস্তবে সরকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে রাষ্ট্রায়ত্ত পাটখাত বেসরকারীকরণের লক্ষ্যেই শ্রমিকদের মজুরি বকেয়া রাখছে, ধীরে ধীরে পাটকলগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করছে।


আরো সংবাদ



premium cement
ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার

সকল