২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

লালদীঘির গারাংগিয়া তরিকত সম্মিলনে বক্তারা তরিকত অনুশীলনের মাধ্যমে জীবন গঠন করা হলে সমাজ আরো সুন্দর হবে

-

দরবারে গারাংগিয়ার তরিকত সম্মিলন গত সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, তরিকত হচ্ছে আল্লাহর দিকে বান্দার প্রত্যাবর্তনের পথ। এই পথের দুটি দিক রয়েছে। জাহের ও বাতেন। বাহ্যিক শরিয়ত পালনের মাধ্যমে বান্দা তার জাহেরকে পবিত্র করে আর সেই সাথে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে হাকিকতে শরিয়ত ও ধর্ম পালনের নিগুঢ়তম উদ্দেশ্য সাধনে ব্রত হয়। এই চর্চাই সুফি তরিকার মৌলিক ভাব। ‘তরিকা ইসলাম ধর্মে কোনো নব আবিষ্কার নয়। ইসলামের প্রথম যুগে আধ্যাত্মিক সাধনার ছায়ায় তরিকতের হাকিকত বর্তমান ছিল। হজরত রাসূল সা: সাহাবাদের ধর্মীয় দিকনির্দেশনার অংশ হিসেবে আধ্যাত্মিক সাধনার তালিম ও তারবিয়ত দিয়েছেন। এমন কি বায়াতে ইসলাম গ্রহণের পরও সাহাবাদের কাছ থেকে হজরত রাসূল সা: বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে পুনঃবায়াত গ্রহণ করেছেন। তরিকত সম্মিলনে সভাপতিত্ব করেন এ সম্মিলনের উদ্যোক্তা পীর সাহেব কেবলা গারাংগিয়া হজরত শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ)। শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও এন্তেজামিয়া কমিটির সচিব মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মিলনে উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম; এন্তেজামিয়া কমিটির কো-চেয়ারম্যান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ; এন্তেজামিয়া কমিটির কো-চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী। শাহজাদা মাহমুদুল হক মজিদী বলেন, ঈমান আমল রক্ষায় তরিকত চর্চার বিকল্প নেই। প্রকৃত তরিকত চর্চার ভিতরে সিয়াম সাধনার পূর্ণতা অর্জিত হয়। তরিকত অনুশীলনের মাধ্যমে জীবন গঠন করা হলে সমাজ আরো সুন্দর হবে। তরিকত চর্চা যত বেশি করা হবে, তত বেশি দেশের উন্নয়ন শক্তি ও যুবসমাজ বিপদগ্রস্ত থেকে মুক্ত হবে ইসলামী আদর্শ সমুন্নত তরিকতভিত্তিক সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ হবে। আবদুচ ছালাম বলেন, মানব জাতির হেদায়েতের জন্য তরিকত চর্চা অপরিহার্য। তরিকত চর্চার মাধ্যমে অন্তরের কুমন্ত্রণা দূর হয়। দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার ও প্রতিষ্ঠান গড়ে তোলাসহ মিল্লাত মাজহাবের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তরিকতপন্থীরা। প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, তরিকত চর্চার মাধ্যমে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম মানে শান্তি। আত্মার শান্তির জন্য মানুষ কত কিছুই না করছে। তরিকতের মাধ্যমে এ শান্তির বার্তা প্রচার করে দ্বীনি শিক্ষার ছায়া তলে আসার আহ্বান জানান তিনি। আহমদুল ইসলাম চৌধুরী বলেন, রূহানি উৎকর্ষ সাধনের ভিন্ন ভিন্ন পথ ও পন্থার অস্তিত্বের ইঙ্গিত পবিত্র কুরআনে রয়েছে। তরিকত চর্চার অন্যতম মৌলিক বিষয় হচ্ছে, এগুলো আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে কোনো না কোনো একজন আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করে। এভাবে আল্লাহর ওলি তথা আল্লাহর দিকে রুজু হয়ে তার নৈকট্য অর্জন করেছে তাদের পদাঙ্ক এবং পথ অনুসরণ করলেই পরপারে মুক্তির পথ সুগম হবে। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হজরত মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদি, সরকারি মুসলিম হাই স্কুলের হেড মাওলানা শাব্বির আহমদ ওসমানী, পোর্ট অফিসার্স কলোনি জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব আলী মজিদী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা? কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার যুবকের লাশ উদ্ধার ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সকল