২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
সিটি মেয়রের সাথে সাক্ষাৎকালে ড. তোফায়েল আহমদ

করপোরেশন আইনানুযায়ী নগরীর ১৮টি প্রতিষ্ঠান চসিকের সাথে কাজের সমন্বয়ের বিধান রয়েছে

-

কুমিল্লাস্থ ব্রিটনিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ গত সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তার করপোরেশন কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ সিটি মেয়রের কাছে আসন্ন বর্ষা মওসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং আইনানুযায়ী চসিক তার দায়িত্ব পালনে কী কী বাধা বিঘেœর সম্মুখীন হচ্ছে তা জানতে চান। সিটি মেয়র নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন নগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে মেয়র বলেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ’র এ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই বললেই চলে। এ খাতে চসিকের পূর্ব অভিজ্ঞতা ও জনবল রয়েছে। ইতঃপূর্বে এ প্রকল্প বাস্তবায়নের জন্য সিডিএ ঠিকাদার নিয়োগ দিয়েছে। সেই কাজটি চসিককে দেয়া হলে চসিকের অভিজ্ঞতা যথাযথ প্রয়োগ করতে সক্ষম হতো। জলাবদ্ধতা নিরসনে চসিক কার্যকর অবদান রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া সিটি মেয়র স্থানীয় সরকার কাঠামোর অধীনে ক্ষমতা সম্পর্কেও স্থানীয় সরকার বিশেষজ্ঞকে অবহিত করেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল সিটি মেয়রের বক্তব্যের সূত্র ধরে বলেন, সিডিএ এবং অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানের সাথে চসিকের আরো কাঠামোগতভাবে সম্পর্ক হওয়া উচিত। বর্তমান সিটি করপোরেশন আইনানুযায়ী সিডিএ-সহ ১৮টি প্রতিষ্ঠান চসিকের সাথে সমন্বয় করে কাজ করার কথা। কেউ যদি সেটা না করে তাহলে এটা জাতীয় সংসদ কর্তৃক পাসকৃত সিটি করপোরেশন আইনের পরিপন্থী। সুতরাং সিটি করপোরেশন আইনানুযায়ী ১৮টি প্রতিষ্ঠান চসিকের সাধারণ সভা, সমন্বয় সভা এবং চসিকের আমন্ত্রণে যেকোনো সভায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক। সংবিধান অনুযায়ী নগরীর সব সেবা প্রতিষ্ঠান চসিকের কথা শুনতে বাধ্য। সুতরাং সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো যখন যেখানে প্রকল্প বাস্তবায়ন করবে, চসিকের সাথে সমন্বয় করবে। সরকারের দিক থেকে এটা পরিষ্কার দিকনির্দেশনা থাকা অতীব জরুরি বলে তিনি গুরুত্বারোপ করেন।

 


আরো সংবাদ



premium cement

সকল