২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বহদ্দারহাটকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আহ্বান

-

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যবসায় কেন্দ্র বহদ্দারহাটকে সব ধরনের চাঁদাবাজি ও মাদকমুক্ত করার দাবিতে গত রোববার আরকান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বহদ্দারহাট চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিকেল ৪টা হতে ৫টা পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নেতা তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে মাইক্রো মালিক সমিতির নেতা রুহুল কুদ্দুছের সঞ্চালনায় মানববন্ধনে চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আহাদ সওদাগর বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী গ্র“পের অত্যাচারে বহদ্দারহাটে ব্যবসায় করা সম্ভব হচ্ছে না। জুতা সেলাইর মুচি থেকে শুরু করে ভাসমান চা-দোকানদারকেও এসরাইল বাহিনীকে চাঁদা দিতে হয়। এ নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এ ব্যাপারে তিনি র্যাব-৭ এর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন হাজী সাহাবুদ্দীন, মিঞা কলিম সওদাগর, বাসমালিক সমিতির নেতা এরশাদুল্লাহ, কাঠমিস্ত্রি অজিত শর্মা, ফল ব্যবসায়ী তাপস দত্ত, চান্দগাঁও আবাসিক ‘এ’ ব্লকের বাসিন্দা আনোয়ার হোসেন, বি-ব্লকের বাসিন্দা সুমন বড়–য়া মৌলানা কফিল উদ্দিন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement