২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় মেয়র চসিক পরিচালিত আইএইচটি অ্যান্ড ম্যাটসে বিএসসি কোর্স চালু করার নির্দেশ

-

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা গত মঙ্গলবার সকালে চসিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করপোরেশনের শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী চসিক স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ২০১৮ সালের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।
সভায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসে (আইএইচটি অ্যান্ড ম্যাটস) বিএসসি ম্যাটস কোর্স এবং মিডওয়াইফারি ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স চালু করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সিটি মেয়র সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। সিটি মেয়র বলেন, চসিক চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির এই প্রবণতা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের অনুপস্থিতি চিকিৎসক সমাজের ওপর সাধারণ মানুষে বিরক্তির কারণ। নগরবাসীর স্বাস্থ্যসেবা প্রদানের কথা উল্লেখ করে মেয়র বলেন, চট্টগ্রাম নগরে চসিক মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, প্রতিটি ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র, হোমিও চিকিৎসা কেন্দ্র ও জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ পরিচালনা করছে। এই প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসীকে স্বাস্থ্য সেবা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মানুষের সেবা দেয়ার মতো মহৎ কাজ আর হতে পারে না। কাক্সিক্ষত সেই সেবা নগরবাসী পাবে, এটাই মেয়রের প্রত্যাশা। তিনি বলেন, রোগীদের মায়া-মমতা দিয়ে চিকিৎসা সেবা দিন। আমাদের দেশের ডাক্তাররা রোগীদের কম সময় দেয় বলে বদনাম আছে। সেবা দিয়ে এই বদনাম ঘোচানোর আহ্বান জানান মেয়র।


আরো সংবাদ



premium cement