২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দারিদ্র্যবিমোচনে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট অবদান রাখছে : সামশুল হক

-

শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত দারিদ্র্যবিমোচন প্রকল্পের উদ্যোগে স্বনির্ভরতা অর্জনে পাঁচজনকে সিএনজিচালিত ট্যাক্সি, সাতজনকে অটোরিকশা, দুইজনকে কলের লাঙ্গল ও একজনকে সেচ পাম্প দেয়া হয়। বেকার, পুঁজিহীন, কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূরীকরণ, আত্মবিশ^াস সৃষ্টি, দক্ষ জনশক্তি সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, দারিদ্র্যবিমোচন ও বেকারত্ব দূরীকরণে চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ এলাকায় সম্প্রতি এ সহয়তা দেয়া হয়।
পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, একটা সময় মানুষকে সম্পদ নয় বরং সঙ্কট বলে মনে করা হতো। কিন্তু সেই ধারণা এখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। কারণ, একটি দেশের অভ্যন্তরীণ সম্পদের মধ্যে মানবসম্পদই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। কাক্সিক্ষত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কর্মদক্ষ, মেধাবী ও সৃষ্টিশীল মানব সম্পদ। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে চলছে। পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল হাসান, দারিদ্র্যবিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোতাহেরুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ জাফরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুল হক ফকির ও মোহাম্মদ নুর ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement