১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইস্ট ডেল্টা ভার্সিটিতে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি প্রতিনিধিদল

-

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাথে আমাদের সম্পর্ক নতুন নয়। এ সম্পর্ককে আরো গতিশীল ও সুদৃঢ় করতে আমাদের এ সফর। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) ছয় সদস্যের এক প্রতিনিধিদল চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাস ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় মালয়েশিয়া যাওয়া শিক্ষার্থীরা সেখানে ইডিইউর মুখ উজ্জ্বল করছে। আইআইইউএমের বিভিন্ন বিভাগের প্রধান ও ডিনের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের এ দল ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সাথে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেন। আইআইইউএমের আমন্ত্রণে ২০১৬ সালে তাদের ক্যাম্পাস পরিদর্শনে যায় ইডিইউর ১০ সদস্যের এক প্রতিনিধিদল। তারই ফলশ্রুতিতে গত ৬ ফেব্রুয়ারি আইআইইউএমের প্রতিনিধিদের আগমন। আইআইইউএমের সাথে বর্তমানে যে কার্যক্রমগুলো চলমান, এর বাইরেও নতুন কার্যক্রম গ্রহণের ব্যাপারে প্রস্তাব রাখেন সাঈদ আল নোমান। এর প্রেক্ষিতে চট্টগ্রামে মেডিসিন বিভাগ চালুর বিষয়ে আগ্রহ দেখায় এবং আইআইইউএমের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিরা। এ সময় সাঈদ আল নোমান বলেন, আইআইইউএমের মেডিসিন বিভাগের খ্যাতি বিশ্বজোড়া। বাংলাদেশে বিশ্বমানের মেডিসিন বিভাগ চালু করতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তাদের সক্ষমতা ব্যবহারে ইচ্ছুক। পরে ইডিইউর দুইজন ফ্যাকাল্টি মেম্বারের চলমান পিএইচডি গবেষণা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে অতিথিদের ইডিইউ ক্যাম্পাস ঘুরে দেখান সাঈদ আল নোমান। এ সময় ক্যাম্পাস দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। প্রতিনিধিদলের সদস্যরা হলেন আইআইইউএমের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর প্রফেসর দাঁতো ড. আরিফ বিন ওসমান, স্কুল অব মেডিসিনের ডিন প্রফেসর আজমী নূর, ইন্টারন্যাশনালাইজেশন ও গ্লোবাল নেটওয়ার্কের প্রফেসর প্রধান ড. এস এম আবদুল কুদ্দুস, প্রফেসর জামালুদ্দিন বিন আবদুর রহমান, প্রফেসর ড. নাসের মোহাম্মদ আমজাদ এবং সহযোগী অধ্যাপক আহমাদ মারজুকি বিন ওমর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সামস-উদ-দোহা, ডিরেক্টর জেনারেল সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, স্কুল অব লিবারেল আর্টসের ডিন শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো: নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, অ্যাক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর এ টি এম মাহমুদুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি

সকল